আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের ১২তম কাউন্সিল সভা অনুষ্ঠিত
ডেস্ক নিউজ
সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়া এর সভাপতিত্বে আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ (এএফএমসি) এর ১২তম কাউন্সিল সভা সোমবার ঢাকা সেনানিবাসস্থ আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।
সভায় কলেজ পরিচালনা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এ সময় সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, ডিরেক্টর জেনারেল মেডিকেল সার্ভিসেস (ডিজিএমএস) মেজর জেনারেল মোহাম্মদ আবুল কালাম আজাদ, এ্যাডজুটেন্ট জেনারেল (এজি) মেজর জেনারেল আশরাফ আব্দুল্লাহ ইউসুফ, এএফএমসির কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. নাছির উদ্দিন ছাড়াও প্রতিরক্ষা, অর্থ, শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রতিনিধিসহ অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৮ সালের ১৯ মার্চ কলেজের স্থায়ী ভবন নির্মাণের নাম ফলক উন্মোচন করেন এবং ১৯৯৯ সালের ২০ জুন ৫৬ জন ক্যাডেট নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্তির মাধ্যমে এএফএমসি যাত্রা শুরু করে।
বর্তমানে এই কলেজে ৫টি শিক্ষাবর্ষে মোট ৫৪১ জন ক্যাডেট অধ্যয়নরত। এ পর্যন্ত প্রথম ১০টি ব্যাচে মোট ৫৩৫ জন চিকিৎসক অত্র কলেজ থেকে পাশ করেছে। তারা বাংলাদেশ সেনাবাহিনী এবং জাতিসংঘ শান্তি মিশনসহ দেশে বিদেশে কর্মরত। এএফএমসি দেশের একমাত্র বাধ্যতামূলক আবাসিক সরকারি চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান যেখানে হরতাল, ধর্মঘট বা অবরোধের মত পরিস্থিতি শিক্ষা কার্যক্রমে কোন প্রভাব ফেলতে পারে না। এ কলেজ ২০০৫ সাল থেকে জার্নাল আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ (জেএএফএমসি) শিরোনামে একটি মেডিকেল জার্নাল বের করে আসছে যা International Standard Serial Number (ISSN), Directory for Online Access of Journal (DOAJ). International Association of Scientific Publications (INASP) ও Health Inter-network Access to Research Initiative (HINARI) কর্তৃক নিবন্ধীত এবং Bangladesh Medical and Dental Council (BMDC) কর্তৃক অনুমোদিত। জার্নালটি দেশ-বিদেশের চিকিৎসকগণের দৃষ্টি আকর্ষণ করেছে।