আলটিমেটাম ব্যর্থ আসুন আলোচনায় বসি- শেখ হাসিনা

ডেস্ক নিউজ:
বিরোধী দলের আলটিমেটাম ব্যর্থ হয়েছে মন্তব্য করে খালেদা জিয়াকে উদ্দেশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি সংলাপের আহ্বান জানালাম আর তিনি জামায়াত আর হেফাজতকে নিয়ে সরকার উৎখাতের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিলেন। তিনি বললেন, আমরা নাকি পালানোর পথ পাবো না। আমি তাকে বলি, আপনার আলটিমেটাম গেল কোথায়? পথ কে হারালো?
শনিবার সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় শেখ হাসিনা এসব কথা বলেন।
ফের সংলাপের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমাদের সংলাপের আহ্বান অব্যাহত আছে। সংসদে আসেন আলোচনা করি। সমস্যার সমাধান করি। ধ্বংসাত্মক পথ পরিহার করুন। গণতন্ত্রের পথে আসুন।
বর্তমান সরকারের অধীনে অনুষ্ঠিত প্রত্যেকটি নির্বাচন সুষ্ঠু হয়েছে দাবি করে শেখ হাসিনা বলেন, বর্তমান সরকারের অধীনে যে কয়টি নির্বাচন হয়েছে সেগুলো সুষ্ঠু হয়েছে।আগামী নির্বাচনও অবাধ ও সুষ্ঠু হবে।কারণ সার্চ কমিটির মাধ্যমে একটি শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, উপদফতর সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস প্রমুখ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন