আলিমে পাসের হার সবচেয়ে বেশি, জিপিএ-৫ ৯৬১৩ জন

fec-image

মাদ্রাসাশিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এতে পাসের হার বেড়ে ৯৩.৪০ শতাংশ। এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় এ হার সবচেয়ে বেশি। এবার আলিমে জিপিএ-৫ পেয়েছেন ৯ হাজার ৬১৩ জন।

আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১টার কিছুটা আগেই স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠান ও ওয়েবসাইটে একযোগে এ ফল প্রকাশ করা হয়।

আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটি সব বোর্ডের ফলাফলের যে সারসংক্ষেপ তৈরি করেছে, তা থেকে এ তথ্য জানা গেছে।

ঘোষিত ফলাফল অনুযায়ী, এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৭৭.৭৮ শতাংশ। গত বছর ১১টি বোর্ডে গড় পাসের হার ছিল ৭৮.৬৪ শতাংশ। সেই হিসেবে পাসের হার কিছুটা কমেছে।

এইচএসসি ও সমমান পরীক্ষায় দেশের ১১টি শিক্ষাবোর্ডে এবার জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন শিক্ষার্থী।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন