parbattanews

আলীকদমের চার ইউনিয়নে নৌকার মাঝি হতে চায় ১৯ জন

নির্বাচন কমিশন ঘোষিত তৃতীয় দফায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল অনুযায়ী পাহাড়ি জেলা বান্দরবানের আলীকদম উপজেলার চার ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে ২৮ নভেম্বর।

বিএনপি’র কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী দলটির কোন প্রার্থী না থাকলেও শাসকদল আওয়ামী লীগের মধ্যে রয়েছে ১৯ প্রার্থী। তারা সকলেই দলীয় মনোনয়ন পেতে চান বলে জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুংড়িমং মার্মা।

উপজেলা আওয়ামী লীগ সভাপতি মংব্রাচি মার্মা বলেন, এখনো পর্যন্ত দলীয় মনোনয়ন চুড়ান্ত হয়নি। তবে বর্তমানের চার ইউপি চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশীদের মাঝে এগিয়ে আছে।

অপরদিকে, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বাক জুলফিকার আলী ভুট্টো বলেন বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত মতে স্থানীয় কোন নির্বাচনে তারা যাচ্ছেন না। তবে দলের মতামতের বাইরে বিএনপি সমর্থিত কোনো প্রার্থী থাকার সম্ভাবনাও আপাতত নেই।

নির্বাচন কমিশন তৃতীয় দফায় যে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে তাতে আলীকদম উপজেলা চারটি ইউয়িন যথাক্রমে ১নং আলীকদম, ২নং চৈক্ষ্যং, ৩নং নয়াপাড়া ও ৪নং কুরুকপাতা ইউনিয়ন পরিষদ এর নির্বাচন হবে আগামী ২৮ নভেম্বর।

বর্তমানে এ চারটি ইউনিয়নের চেয়ারম্যান শাসকল আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতা। তফসিল ঘোষণার পর তারা পুনরায় দলীয় মনোনয়ন পেতে দৌঁড়ঝাপ শুরু করেছেন। এছাড়াও আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের মধ্যে সদর ইউয়িনে মোহাম্মদ নাছির উদ্দিন, আনোয়ার জিহাদ চৌধুরী, শুভ রঞ্জন বড়ুয়া, শফিউল আলম, এনামুল হক, নয়াপাড়া ইউনিয়ন থেকে ফোগ্য মার্মা, কফিল উদ্দিন, রেংকুর মুরুং, চৈক্ষ্যং ইউনিয়ন থেকে ফেরদৌস রহমান মিজবাহ উদ্দিন, হেফাজতুর রহমান, শফিউল আলম, কুরুকপাতা ইউনিয়ন থেকে ক্রাতপুং ম্রো, কামপুং ম্রো, খামলাই ম্রো, ওরওয়াই ম্রো, ও মংচিংথোয়াই মার্মা প্রমুখ দলীয় মনোনয়ন পেতে চেষ্টা করে যাচ্ছেন বলে খবর পাওয়া গেছে।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, আগামী ২৮ নভেম্বর তৃতীয় আলীকদম উপজেলার ৪টি ইউনিয়নে নির্বাচন হবে। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২ নভেম্বর। ৪ নভেম্বর হবে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কাজ। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১১ নভেম্বর।

সাধারণ ভোটারদের পাশাপাশি প্রার্থীদেরও প্রত্যাশা আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেলেই জয় হবে সহজ। তাই মরিয়া হয়ে প্রার্থীরাও ছুটছেন দলীয় হাই কমান্ডের মন জয় করতে।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুংড়িমং মার্মা বলেন, দলীয় মনোনয়ন পেতে চার ইউনিয়ন থেকে ১৯ জন প্রার্থীর তালিকা তারা দলীয় হাইকমান্ডের কাছে পাঠিয়েছেন। যাচাই-বাছাই শেষে দল প্রার্থীদের ব্যাপারে সিদ্ধান্ত নিবেন।

Exit mobile version