আলীকদমে ভেসে আসা লাশটি নড়াইলের পর্যটক জুবাইরুলের

fec-image

বান্দরবানের আলীকদমে মাতামুহুরী নদী থেকে উদ্ধার হওয়া এক অজ্ঞাত ব্যক্তির লাশ শনাক্ত করে আলীকদম থানা পুলিশ। তার নাম শেখ জুবাইরুল ইসলাম। তিনি একজন পর্যটক এবং নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ধলইতলা পাচুড়িয়া গ্রামের বাসিন্দা। এই ঘটনায় কো-হোস্ট হাসানসহ আরও দুইজন পর্যটক নিখোঁজ রয়েছেন বলে জানা যায়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, নিহত শেখ জুবাইরুল ইসলামের পিতার নাম শেখ হিদায়েতুল ইসলাম এবং মাতার নাম কামরুন্নাহার। তার এনআইডি নম্বর ২৮৫৪২৭১০৪১। ঠিকানা- ধলইতলা পাচুড়িয়া, ডাকঘর হাট পাচুড়িয়া, উপজেলা লোহাগড়া, জেলা নড়াইল।

জানা গেছে, ট্যুর এক্সপার্ট গ্রুপের এডমিন বর্ষার নেতৃত্বে ৩৩ জন পর্যটকের একটি দল গত বুধবার (১১ জুন) আলীকদমে এসেছিলেন। এই দলে কো-হোস্ট হিসেবে ছিলেন হাসান নামের একজন এবং স্থানীয় গাইড় ছিলেন সিদ্ধার্থ তঞ্চঙ্গ্যা। তাদের গমনের উদ্দেশ্য ছিল আলীকদম উপজেলার ক্রিসতং পাহাড় ও থানচির লিমান লিবলু এবং সাকাহাফং চূড়া জয় করা। পর্যটকদের দলটি দুটি গ্রুপে বিভক্ত ছিল।একটিতে ২২ জন এবং অন্যটিতে ১১ জন।

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম রিমন জানান, বর্তমানে ২২ জনের একটি দলের ১৯ জন সদস্য আলীকদম থানায় অবস্থান করছেন। নিখোঁজ তিনজনের মধ্যে জুবাইরুল ইসলামের লাশ উদ্ধার করা হয়েছে, তবে কো-হোস্ট হাসানসহ বাকী দুইজন এখনও নিখোঁজ রয়েছেন।

তিনি থানায় অবস্থানরত ১৯ জন পর্যটকের সাথে কথা বলে নিশ্চিত হন যে, গত বুধবার রাতে তারা তৈনখাল পার হচ্ছিলেন। ১৯ জন নিরাপদে খাল পার হতে পারলেও কো-হোস্ট হাসানসহ তিনজন তৈনখাল পার হতে পারেননি। এই তিনজনের একজন হলেন শেখ জুবাইরুল ইসলাম, যার লাশ বৃহস্পতিবার ভোরে আলীকদম সদরের ফরেস্ট ঘাটে ভেসে আসে।

আলীকদম থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১২ জুন) ভোর আনুমানিক ৪ ঘটিকার সময় উপজেলার সদর ইউনিয়নের মাতারমুহুরী রেঞ্জ ঘাট সংলগ্ন মাতামুহুরী নদীর পানিতে লাশটি ভেসে আসে। খবর পেয়ে আলীকদম থানার পুলিশ অজ্ঞাত লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং মর্গে পাঠায়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আলীকদম
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন