বান্দরবানের আলীকদমে উপজেলা প্রশাসনের উদ্যোগে অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
আজ মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুর বেলায় অবৈধ ইউবিএম ইট ভাটায় উপজেলা প্রশাসনের অভিযানে ফায়ার সার্ভিসের মাধ্যমে পানি ছিটিয়ে ইটভাটার সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুলাহ আল মুমিন বলেন, পরিবেশ আইন ও ইটভাটা নীতিমালা লঙ্ঘনের অভিযোগে এ অভিযান পরিচালিত হয়। মোবাইল কোর্টে ইটভাটার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরও বলেন, পরিবেশের ক্ষতি ও অনিয়মিত ইটভাটা বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। কোনো ধরনের পরিবেশ বিধ্বংসী কার্যকলাপ বা আইন লঙ্ঘনের বিষয়ে কঠোরভাবে আইনি ব্যবস্থা নেওয়া হবে।এদিকে, অভিযানের পর ফায়ার সার্ভিসের সহায়তায় ইটভাটার চুল্লিতে পানি ছিটিয়ে সম্পূর্ণভাবে এর কার্যক্রম স্থগিত করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।উল্লেখ্য, সরকারি নির্দেশনা অনুযায়ী, ইটভাটা গুলোকে পরিবেশ সম্মত ও নিয়ম মেনে পরিচালনা করতে হবে। কোনো প্রকার অনিয়ম বা পরিবেশ দূষণ করলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসন সতর্ক করেছে।