আলীকদমে এগ্রো-ইকোলজি প্রকল্পের উদ্যোগে চারা বিতরণ

fec-image

আলীকদমে কারিতাস এগ্রো-ইকোলজি প্রকল্পের উদ্যোগে উপকারভোগীদের মাঝে চারা বিতরণ করা হয়েছে।

রবিবার (২৮ জুন) বিনামূল্যে ফলজ, বনজ ও মশলার চারা বিতরণ করা হয়েছে।

সংশ্লিষ্ট প্রকল্প কার্যালয় চত্ত্বরে অনুষ্ঠিত চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কারিতাস এগ্রো-ইকোলজি প্রকল্পের মাঠ কর্মকর্তা জেসমিন চাকমা ও আলীকদম প্রেসক্লাব সভাপতি মমতাজ উদ্দিন আহমদ।

কারিতাস সূত্রে জানা গেছে, ৮০ জন উপকারভোগীদের মাঝে ৫৮০টি বনজ, ৩ হাজার ৯৪৩টি ফলজ ও ৪৪৫টি মশলার চারা বিতরণ করা হয়।

স্থানীয় জুমিয়া পরিবার ও দরিদ্র জনগোষ্ঠী থেকে উপকারভোগী নির্বাচিত করা হয়। কারিতাসে উদ্যোগে প্রতিবছর বিনামূল্যে ফলজ, বনজ ও মশলা জাতীয় চারা বিতরণের কারণে জুম চাষের পাশাপাশি স্থানীয় দরিদ্র জনগোষ্ঠীর বাগান করে স্বাবলম্বী হচ্ছেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আলীকদম, কারিতাস এগ্রো-ইকোলজি, চারা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন