parbattanews

আলীকদমে কারিতাসের উপকরণ বিতরণ

আলীকদম প্রতিনিধি:

বান্দরবানের আলীকদম উপজেলায় কারিতাসের এগ্রো ইকোলজি প্রকল্পের উদ্যোগে ১৬৪ জন (জৈব কৃষি) উপকারভোগীদের মাঝে বিভিন্ন ধরণের কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

১৮ জুলাই উপজেলার বাসস্টেশন কারিতাস কার্যালয়ে উপকারভোগীদের মাঝে ১৯২৬ কেজি আলু বীজ, ফরাসশীম ৪১ কেজি, স্প্রে মেশিন ২৩৫টি, হাত জাল ১টি করে, ভার্মি কম্পোস্ট সার ৩৭৭ কেজি, ভার্মি সার উৎপাদনের জন্য জনপ্রতি ১টি রিং, জনপ্রটি ১টি ত্রিপল ও ১০০টি করে কেঁচো বিতরণ করা হয়। প্রকল্প কর্মকর্তা মিসেস জেসমিন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-সহকারি কৃষি কর্মকর্তা উচিংথোয়াই চাক।

Exit mobile version