আলীকদমে কৃষক দলের সমাবেশ ও র‍্যালি

বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসাবে বান্দরবানের আলীকদম উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে বিশাল কৃষক সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৩ ঘটিকার সময় আলীকদম বাজারের প্রথম গলিতে বিশাল কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। কৃষক সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি উপলক্ষে উপজেলার চৌমুহনী স্থান থেকে বিশাল র‍্যালি সহকারে সমাবেশস্থলে যোগ দেন কৃষক দলের নেতা কর্মীরা।বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল আলীকদম উপজেলা শাখার আহ্বায়ক মোঃ সাহাব উদ্দিনের সভাপতিত্বে ও যুবনেতা মোস্তফা কামালের সঞ্চালনায় বিশাল কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল চট্টগ্রাম বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা কৃষক দলের সভাপতি সাবেক ছাত্রনেতা ইয়াছিনুল হক চৌধুরী রিপন,জেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি দৌলত কবির খান সিদ্দিকী, জেলা কৃষক দলের সহ-সভাপতি ওমর ফারুক রাশেদ,জেলা কৃষক দলের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম,জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইদুল আলম সাইদ,বান্দরবান জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক অহিদুল রহমান চৌ: মেহেদী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ভূঁইয়া।প্রধান অতিথি মো. জসিম উদ্দিন বলেন,দেশ থেকে স্বৈরাচার পালিয়ে গেছেন আমরা এখন স্বৈরাচার মুক্ত,সবাইকে সজাগ থাকতে হবে আর যেন বাংলাদেশের মাটিতে কোন স্বৈরাচারের জন্ম না হয়। কৃষক ভাইদের জন্য সহজ শর্তে ঋণের ব্যবস্থা করা হবে।বান্দরবান জেলা কৃষক দলের সভাপতি বলেন, কৃষকের ফসলের ন্যায্য মূল্য দিতে হবে, কোনদিনও আমার কৃষকের প্রতি অব-মূল্যায়ন আমি বরদাস্ত করব না। খুব শীঘ্রই ভর্তুকি মূল্যে কৃষি সামগ্রী বিতরণের ব্যবস্থা করা হবে। তিনি আরও বলেন, কৃষকদের অধিকার রক্ষা,কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আর্থ-সামাজিক উন্নয়নে জাতীয়তাবাদী দল বিএনপির বিভিন্ন পদক্ষেপের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া, কৃষকদের সংগঠিত করে তাদের সমস্যা সমাধানে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার জন্য উপস্থিত নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়।উল্লেখ্য, কৃষকদলের এই উদ্যোগের মাধ্যমে দেশব্যাপী কৃষকদের সংগঠিত করে তাদের অধিকার ও স্বার্থ রক্ষায় কাজ করা হচ্ছে। আগামী দিনগুলোতেও বিভিন্ন ইউনিয়ন ও উপজেলায় এ ধরনের সমাবেশ অব্যাহত থাকবে বলে সমাবেশ জানানো হয়েছে।
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন