আলীকদমে গৃহবধুর আত্মহত্যা


প্রতীকী ছবি
বান্দরবানের আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের শিবাতলী পাড়ায় পারিবারিক কলহের জেরে এক গৃহবধু আত্মহত্যা করেছেন। তাঁর নাম নুর নাহার বেগম সুমি (২৫) এবং শিবাতলী পাড়ার শহিদুল ইসলামের স্ত্রী।
জানা গেছে, বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। পরে বাড়ি থেকে স্বামী বের হয়ে গেলে স্ত্রী নুর নাহার বেগম সুমি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁর লাশ উদ্ধার করে।
থানার অফিসার ইনচার্জ কাজী রকিব উদ্দীন জানান, লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য বান্দরবান মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে।
ঘটনাপ্রবাহ: আত্মহত্যা, আলীকদমে, গৃহবধুর
Facebook Comment