parbattanews

আলীকদমে ত্রিপুরা কিশোরীকে ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

 

প্রেস বিজ্ঞপ্তি

হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি নিরূপা চাকমা  মঙ্গলবার(১৭ এপ্রিল) সংবাদ মাধ্যমে এক বিবৃতিতে গত ১৩ এপ্রিল বান্দরবান জেলার আলীকদম উপজেলার বালুঝিড়ি এলাকায় ১৪ বছর বয়সী ত্রিপুরা কিশোরীকে ধর্ষণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে ঘটনায় জড়িত দুর্বৃত্তদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বিবৃতিতে তিনি পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে নারী নির্যাতন-ধর্ষণের ঘটনা দিন দিন বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করে বলেন, পাহাড়ি নারীরা যে কতটা অনিরাপদ তা ত্রিপুরা জাতিসত্তার বৈসু উৎসব চলাকালেওই কিশোরীকে ধর্ষণের ঘটনা থেকে প্রমানিত হয়।

বিবৃতিতে তিনি অবিলম্বে ত্রিপুরা কিশোরীর ধর্ষণকারী সকলকে গ্রেফতারপুর্বক দৃষ্টান্তমূলক শাস্তি ও হিল উইমেন্স ফেডারেশনের দুই নেত্রী মন্টি ও দয়াসোনা চাকমাকে অক্ষত অবস্থায় উদ্ধারের দাবি জানান।

উল্লেখ্য, গত ১৩ এপ্রিল ২০১৮ আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নের বালুঝিড়ি পাড়ায় ১৪ বছর বয়সী ত্রিপুরা কিশোরীকে মো. সোহেলসহ ৪ বাঙালি যুবক মিলে গণধর্ষণ করে। এর মধ্যে পুলিশ অভিযুক্ত সোহেলসহ দুই জনকে গ্রেফতার করলেও বাকীদের এখনও গ্রেফতার করতে পারেনি।

Exit mobile version