parbattanews

আলীকদমে নিরাপত্তা নিয়ে বৌদ্ধ ভিক্ষুদের সাথে সেনাবাহিনীর মত বিনিময় সভা অনুষ্ঠিত 

jkiuy

স্টাফ রিপোর্টার:

বান্দরবানের আলীকদম উপজেলায় নিরাপত্তা নিয়ে বৌদ্ধ ভিক্ষুদের সাথে মত বিনিময় করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আলীকদম সেনা জোনের আয়োজনে বান্দরবান জেলার আলীকদম ও লামা উপজেলার ৩০ জন ভান্তে ও ভিক্ষু এ মত বিনিময় সভায় অংশগ্রহণ করেন। সেনাবাহিনীর পক্ষে এ মত বিনিময় সভায় নেতৃত্ব দেন আলীকদম সেনা জোন এর কমান্ডার লে. কর্নেল সরোয়ার হোসেন।

মত বিনিময় সভায় সেনাবাহিনীর তরফ থেকে ভিক্ষুদের নিকট জানতে চাওয়া হয়, তারা কোনো ধরণের নিরাপত্তা সঙ্কট অনুভব করছেন কিনা? উত্তরে ভিক্ষুরা সেনাবাহিনীকে এমন আয়োজন ও তাদের নিরাপত্তা নিয়ে জানতে চাওয়ায় ধন্যবাদ জানিয়ে জানান, বর্তমানে তারা কোনো ধরণের নিরাপত্তা সঙ্কট অনুভব করছেন না। তবে এ পরিস্থিতি যেন বজায় থাকে সেজন্য সেনাবাহিনীকে সতর্ক প্রহরা ও টহল বজায় রাখার অনুরোধ করেন। বিশেষ করে বৌদ্ধ মন্দিরগুলোর আশেপাশে নিরাপত্তা টহল বৃদ্ধির জন্য ভিক্ষুগণ সেনাবাহিনীকে অনুরোধ করেন।

আলীকদম সেনা জোন এর কমান্ডার লে. কর্নেল সরোয়ার হোসেন পার্বত্যনিউজকে, আমাদের এদিকে বৌদ্ধ মন্দিরের সংখ্যা অনেক। নাইক্ষ্যংছড়িতে বৌদ্ধ ভিক্ষু হত্যার ঘটনার পর আমাদের জোনের আওতাধীন এলাকার ভিক্ষুরা কোনো ধরণের নিরাপত্তা সংকটের মধ্যে আছেন কিনা জানতে তাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলাম। আমাদের আহ্বানে এই অঞ্চলের সকল ভিক্ষু সাড়া দিয়েছেন। আমরা তাদের কাছে তাদের নিরাপত্তা বিষয় জানতে চেয়েছি। আমাদের ফোন নম্বরগুলো দিয়ে বলেছি কোনো ধরনের সমস্যা সন্দেহভাজন কিছু দেখলে তারা যেনো আমাদের সংবাদ দেন।

জোন কমান্ডার বলেন, তাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব মন্দির ও নিজেদের নিরাপত্তার বিষয়ে মনোযোগ দেয়ার অনুরোধ করেছি। তারা আমাদের কথা গুরুত্ব দিয়ে শুনেছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন। ভিক্ষুদের নিরাপত্তা রক্ষায় প্রয়োজনে আইনানুযায়ী যেকোনো ব্যবস্থা নিতে বাংলাদেশ সেনাবাহিনী প্রস্তুত সেকথাও তাদের জানানো হয়েছে।

Exit mobile version