parbattanews

আলীকদমে পরিবেশ রক্ষায় ফলজ চারা বিতরণ

আলীকদম প্রতিনিধি:

‘আসুন প্লাস্টিক দূষণ বন্ধ করি, প্লাস্টিক পুনঃব্যবহার করি; না পারলে বন্ধ করি’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে আলীকদমে কারিতাস এগ্রো-ইকোলজি প্রকল্পের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে বিশ্ব পরিবেশ দিবস-২০১৮ এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ জুন) কারিতাসের মাঠ কর্মকর্তা জেসমিন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো. নাজিমুল হায়দার।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন অফিসার ইনচার্জ (ওসি) রফিক উল্লাহ্, মহিলা ভাইস চেয়ারম্যান শিরিনা আক্তার, মুক্তিযোদ্ধা কমাণ্ডার আব্দুল মান্নান ও আলীকদম প্রেসক্লাব সভাপতি মমতাজ উদ্দিন আহমদ প্রমুখ।

উন্মুক্ত আলোচনা পর্বে মতামত দেন সুপ্রভাত প্রতিনিধি হাসান মাহমুদ ও মুরুং যুবনেতা রারৈই ম্রো।

বক্তারা আলীকদমে নির্বিচারে তামাক চাষ, অবৈধ ইটভাটা ও করাতগুলোর কারণে বৃক্ষনিধণ রোধ করা যাচ্ছে না বলে অভিমত ব্যক্ত করেন। পাশাপাশি প্রাকৃতিক পরিবেশের স্বার্থে সড়ক বনায়ন করার ওপর গুরুত্বারোপ করা হয়।

আলোচনা সভা শেষে কারিতাসের উপকারভোগীদের মাঝে ফলজ ও বনজচারা বিতরণ করা হয়।

Exit mobile version