আলীকদমে প্রান্তিক মানুষের সুবিধার্থে ওএমএস’র চাল বিক্রি শুরু

fec-image

বান্দরবানের আলীকদম উপজেলায় প্রান্তিক মানুষের সুবিধার্থে ওএমএসের চাল বিক্রি শুরু হয়েছে। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহরুবা ইসলাম আলীকদম বাজার ও পান বাজারে দুইজন ডিলারের বিক্রয় কেন্দ্র এ চাল বিক্রি উদ্বোধন করেন।

ওএমএসের চাল বিক্রি উদ্বোধনকালে ইউএনও মেহরুবা ইসলাম বলেন, ‌‘যুদ্ধের কারণে এখন বিশ্ব বাজারে সকল দেশে দ্রব্যমূল্যের দাম বেড়েছে। সেই তুলনায় বাংলাদেশেও কিছুটা বেড়েছে। তাই স্বল্পমূল্যে তৃণমূল পর্যায়ের মানুষের মাঝে সরকার চাল দেয়ার ব্যবস্থা করেছেন। এতে নিম্ন আয়ের জনগোষ্ঠী উপকৃত হবে।

জানা গেছে, বৃহস্পতিবার আলীকদম বাজার ও পান ৭শ পরিবার ৩০ টাকা কেজিতে ওএমএসের চাল কিনেছেন। চালের মূল্য স্থিতিশীল রাখতে খোলা বাজারে চাল বিক্রি কার্যক্রম আগামী ৩ মাস চলবে। এ কার্যক্রমের আওতায় ব্যাপক চাহিদার ভিত্তিতে খাদ্য বিভাগের নির্ধারিত ডিলারদের ১ টনের স্থলে ২ টন করে বরাদ্দ দেয়া হয়েছে। এতে ভোক্তারা প্রতি কেজি ৩০ টাকা দরে জনপ্রতি ৫ কেজি চাল ক্রয় করতে পারছেন।

এদিকে, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১৫ টাকা কেজি দরে চাল বিক্রি কার্যক্রম এ মাসে আবারো শুরু হচ্ছে। এতে কার্ডধারী ভোক্তাগণ জনপ্রতি মাসে ৩০ কেজি চাল ক্রয় করতে পারবেন। আগে প্রতি কেজির মূল্য ছিল ১০ টাকা।

এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কফিল উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান শিরিনা আক্তার, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নাছির উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জামাল উদ্দিন ও প্রেসক্লাব সভাপতি মমতাজ উদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Notice: Trying to access array offset on value of type bool in /home/parbatta/public_html/wp-content/themes/artheme/ar_framework/functions_custom.php on line 255
আরও পড়ুন