আলীকদমে বিএনপির অবস্থান কর্মসূচি পালিত

fec-image

ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গণহত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে বান্দরবানের আলীকদমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) উদ্যোগে অবস্থান কর্মসূচি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকাল ৩টার সময় আলীকদম বাজার সংলগ্ন অবস্থান কর্মসূচি পালন করেছে উপজেলা বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

আলীকদম উপজেলা বিএনপি আহ্বায়ক মাশুক আহমেদের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মনসুর আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়ন যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী ভুট্টো।

এসময় বক্তারা বলেন, দীর্ঘ ১৫ বছর ফ্যাসিবাদী আওয়ামীলীগ সরকার কর্তৃক গুম, খুন, হত্যা ও ব্যাপক দুর্নীতি অনিয়মসহ, স্বৈরাচারিতার শীর্ষে পৌঁছে গিয়ে ছিল। তারা দেশের সকল স্তরে দলীয়করণ করেছে। স্বৈরাচারি শাসক খুনি শেখ হাসিনাকে ছাত্র-জনতার তুমুল আন্দোলনের তোপের মুখে দেশে থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আজ ভারতে বসেও সে ভিন্ন অপকর্মের পরিকল্পনা করে যাচ্ছে।

বক্তাতারা আরও বলেন, বিগত সময়ে আন্দোলনে ছাত্র-জনতার পাশে থেকে এই দেশকে যেভাবে ২য় বারের মত স্বাধীন করেছি। আগামীতেও যে কোন পরিস্থিতিতে সর্বোচ্চ শক্তিতে ঝাপিয়ে পড়বো।

এ সময় গুম, খুন ও হত্যার আদেশ দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনারও জোর দাবি জানান বক্তারা।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন