আলীকদমে বুদ্ধ মূর্তি ভাঙচুরের ঘটনায় থানায় মামলা


বান্দরবানের আলীকদমে মারাইংতং ধম্মা জেদী মহা বৌদ্ধবিহার সংলগ্ন এলাকায় একটি নির্মাণাধীন বৌদ্ধ মূর্তি ভাঙচুরের ঘটনা ঘটেছে।২১শে মে, বুধবার, আনুমানিক সাড়ে ৩টার দিকে সংঘটিত এই ঘটনায় স্থানীয় বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এঘটনায় আলীকদম থানায় মামলা রজু হয়েছে বলে জানা গেছে।
মারাইংতং ধম্মা জেদী মহা বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সদস্য অংহ্লাচিং মার্মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। গত ২২ মে রাতে আলীকদম থানায় রুজু হওয়া মামলা নং- ৪। মামলার এজাহারে বলা হয়,গত ২১ মে আনুমানিক বিকাল ৩টা ৩০ মিনিটে এই হামলার ঘটনা ঘটে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে,বাদী উল্লেখ করেন মারাইংতং ধম্মা জেদী মহা বৌদ্ধ জাদী পার্বত্য চট্টগ্রামের বৌদ্ধ সম্প্রদায়ের জন্য অত্যন্ত পবিত্র স্থান। দীর্ঘদিন ধরে এখানে ধর্মীয় আচার- অনুষ্ঠান পালিত হয়ে আসছে।
তবে, সম্প্রতিক সময়ে জাদীর জমি দখল করে পর্যটন ব্যবসা শুরু করার জন্য হেডম্যান চংপাত ম্রো ও তার সঙ্গীরা চেষ্টা চালাচ্ছিলেন। অভিযোগে আরও বলা হয়েছে, হুকুমদাতার নির্দেশে বেআইনীভাবে জনতাবদ্ধ হয়ে অভিযুক্তরা বিহারে অনধিকার প্রবেশ করে এবং ধর্মীয় অবমাননার উদ্দেশ্যে পবিত্র বস্তু ধ্বংস, নষ্ট বা অপবিত্র করে এবং ক্ষতিসাধনসহ ভয়ভীতি প্রদর্শন করে।
মামলায় এজাহারভূক্ত আসামিরা হলেন- লামা উপজেলা ২৮৫নং সাঙ্গু মৌজার হেডম্যান চংম্পাত ম্রো,উথোয়াই মার্মা জয়, মিয়ং ম্রো, রেংচং ম্রো, লুকুত ম্রো, ঞাবুট ম্রো, তাতুই ম্রো, সাকতাই ম্রো,ওয়েডিং ম্রো, সাকনাই ম্রো, মাংওয়াই ম্রো এবং অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনকে অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, গত ২১শে মে, চংপাত ম্রোর নেতৃত্বে একদল লোক জাদী এলাকায় প্রবেশ করে নতুন নির্মাণাধীন বৌদ্ধ মূর্তির উপর হামলা চালায়। হামলাকারীরা মূর্তিটির দুটি হাত, কানের ২ অংশ ও বৌদ্ধ আসনের কিছু অংশ ভেঙ্গে ফেলে।
আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে এবং তদন্ত চলছে।