আলীকদমে মতবিনিময় সভা ও প্রকল্পের ভিত্তি স্থাপন করেছেন চেয়ারম্যান থানজামা লুসাই

fec-image

বান্দরবানের আলীকদমে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-সুশীল সমাজ ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদের হল রুমে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-সুশীল সমাজ ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় আলীকদম উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মুমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম রিমন,বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ম্যা ম্যা নু মার্মা,এ্যাডভোকেট উবাথোয়াই মার্মা,এ্যাডভোকেট মাধবী মার্মা, খুরশিদা ইসহাক,আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা জহির উদ্দীন, উপজেলা কৃষি কর্মকর্তা সোহেল রানা।

এছাড়াও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, আলীকদম বিএনপির আহ্বায়ক মাশুক আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী ভুট্টো,উপজেলা জামায়াতের সভাপতি আমীর মৌলানা মাশুক আহমেদ, প্রেস ক্লাব সভাপতি মমতাজ উদ্দীন আহমেদ, ২নং চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, আলীকদম হেডম্যান প্রতিনিধি হিসেবে ২৮৮ নং আলীকদম মৌজার হেডম্যান অংহ্লাচিং মার্মা, বৈষম্য ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি রিয়াজুল হাসানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-সুশীল সমাজ ও স্হানীয় জনপ্রতিনিধি বৃন্ধ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভার আগে বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান থানজামা লুসাই আলীকদম সেন্ট মেরিস’স স্কুল,আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এসময় তিনি হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের চিকিৎসার খোঁজ খবর নেন।

মতবিনিময় সভায় বিভিন্নস্তরের নেতৃবৃন্দ তাদের নিজ নিজ অবস্থান থেকে আলীকদম উপজেলার উন্নয়ন অগ্রগতি কল্যাণে বিভিন্ন আবেদন জানান। বিশেষ করে আলীকদম কলেজ কে সরকারীকরন এবং আলীকদম উপজেলার পর্যটন খাতকে এগিয়ে নেয়, মানব পাচার রোধে ব্যবস্থা, আলীকদম বাজার ব্যবস্থাপনা ও বর্জ নিষ্কাসনের ব্যবস্থা, সরকারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় গুলোতে শিক্ষক সংকট নিরসনে ব্যবস্থাপনা নিতে বিশেষ ভাবে প্রস্তাব রাখা হয়। এরপর বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে নির্মিত কয়েকটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলীকদম বাজারে ম্রো ছাত্রাবাস শুভ উদ্বোধন করেন এরপর অসহায়, প্রতিবন্ধী, শীতার্থ মানুষের মাঝে উপজেলা প্রশাসন এবং জেলা পরিষদের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন