আলীকদমে মাতামুহুরীতে ডুবে যাওয়া দুই নারী শ্রমিকের লাশ পাওয়া যায়নি


বান্দরবানের আলীকদমে মাতামুহুরী নদীতে ডুবে যাওয়া দুই নারীর লাশ এখনো পাওয়া যায়নি। গত বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ দুই নারী মাতামুহুরী নৌকা দিয়ে নদী পারাপারের সময় বাবুপাড়াস্থ বুজি খালের কুমে (গভীর জলাশয়) ডুবে যায়।
নিখোঁজ নারী শ্রমিকরা হলেন, ১নং আলীকদম ইউনিয়নের পানবাজার সিলেটিপাড়ার বাসিন্দা সেনোয়ারা বেগম (২৫) ও মুন্নি আক্তার (২০)।
খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেন। শুক্রবার বেলা সাড়ে চারটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজদের উদ্ধার কিংবা কোনো সন্ধান পাওয়া যায়নি।
স্থানীয়রা জানায়, সদর ইউনিয়নের হ্লারীর চর এলাকায় দক্ষিণ নয়াপাড়ার বাসিন্দা নুর মোহাম্মদের খামারের দিনমজুরের কাজ করতেন ওই দুই নারী। কাজ শেষে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার কিছুক্ষণ পর নৌকায় করে ৮ জন শ্রমিক মাতামুহুরী নদী পার হচ্ছিলেন। এ সময় নৌকাটি বুজি খালের কুম নামক স্থানে পৌঁছলে হঠাৎ স্রোতের কবলে পড়ে ডুবে যায়।
নৌকায় থাকা শ্রমিকরা চিৎকার করতে থাকলে স্থানীয়রা ও ঘটনাস্থলে থাকা আরেকটি ইঞ্জিন চালিত নৌকা এগিয়ে যায়। এ সময় তারা নৌকার মাঝিসহ ছয়জনকে উদ্ধার করতে পারলেও হতভাগা দুই নারী শ্রমিক ততক্ষণে পানিতে তলিয়ে যায়।
শুক্রবার সন্ধ্যায় নয়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফোগ্য মার্মা বলেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা নিখোঁজ দুই নারী শ্রমিককে উদ্ধারে কাজ করছেন। এ পর্যন্ত ওই দুই নারীর সন্ধান পাওয়া যায়নি।