parbattanews

আলীকদমে মানবেন্দ্র নারায়ণ লারমার ৩৩তম মৃত্যু দিবস পালিত

আলীকদম প্রতিনিধি:
জনসংহতি সমিতি (জেএসএস) এর সংগ্রামী প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে, বান্দরবানের আলীকদম জুম্ম জাতীর মহান নেতা মাবনবেন্দ্র নারায়ণ লারমার ৩৩ তম মৃত্যু বার্ষিকী পলিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বৃস্পতিবার আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়নের সভাপতি নুংচিংমং মারমার সভাপেিত্ত¡ বাবু পাড়া কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেএসএস সভাপতি কাইনথপ ম্রো। এতে বক্তব্য রাখেন উপজেলা জেএসএস সাধারণ সেক্রেটারি ছাথোয়াইমং মারমা, থোয়াইম্রা মারমা, পিলিপ ত্রিপ্রুা, পারাও ম্রো ও কাইসার হামিদ প্রমূখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, মানবেন্দ্র নারায়ণ লারমার আর্দশ বুকে ধারনে করে জুম্ম জাতীর অস্তিত্ব রক্ষায় সংগ্রাম চালিয়ে যেতে হবে। লারমার স্বপ্ন বাতবায়নের সকলকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে হবে।
উল্লেখ্য, পাহাড়ীদের আত্মনিয়ন্ত্রণাধিকার সংগ্রাম করতে গিয়ে ১৮৮৩ সালে ভ্রাতৃঘাতি সংঘাতে নিহত হয়েছিলেন উপজাতীয় এই নেতা।

Exit mobile version