আলীকদমে শিক্ষা সামগ্রী ও চিকিৎসা সেবা সহায়তা

বান্দরবানের আলীকদমে ম্রো কল্যাণ ছাত্রাবাসে অধ্যায়নরত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক সামগ্রী, খেলাধুলা সামগ্রী ও চিকিৎসা সেবা বিতরণ করা হয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারী) সকাল ১২ টায় আলীকদম সেনাজোনের ব্যবস্থাপনায় এবং সদর দপ্তর ৬৯ পদাতিক ব্রিগেডের তত্ত্বাবধানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম রাকিব ইবনে রেজওয়ান।

অনুষ্ঠানে আলীকদম ম্রো কল্যাণ ছাত্রাবাসের ১১৫ জন শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ,শিক্ষা সহায়ক সামগ্রী ও খেলাধুলা সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও ছাত্রাবাসের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য প্রয়োজনীয় আসবাবপত্র,বিছানা সামগ্রী ও একটি রেফ্রিজারেটর প্রদান করা হয়। শিক্ষার্থীদের মাঝে উন্নতমানের খাবারও সরবরাহ করা হয়।

বান্দরবান রিজিয়ন কমান্ডার জানান, "বান্দরবান রিজিয়নের আওতাধীন সকল জোনেই অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান, উন্নয়নমূলক কাজ এবং দুস্থদের চিকিৎসার জন্য মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এই কার্যক্রম চলমান থাকবে।"

তিনি আরও জানান, বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল স্তরের জনসাধারণের আপদকালীন সময়ে সর্বাত্মক সহায়তা প্রদান করে আসছে এবং ভবিষ্যতেও পার্বত্য এলাকার সাধারণ জনগণের পাশে থেকে যে কোন প্রয়োজনে নিরলসভাবে কাজ করে যাবে।

আলীকদম সেনা জোনের উদ্যোগে স্থানীয় জনসাধারণকে বিনামূল্যে চিকিৎসা সহায়তা প্রদান এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এই অনুষ্ঠানের মাধ্যমে আলীকদম উপজেলার অবহেলিত ও বঞ্চিত ছাত্র-ছাত্রীদের শিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা হয়েছে। এছাড়াও স্থানীয় অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়।

বান্দরবান রিজিয়নের আওতাধীন জোনসমূহ সর্বদা শিক্ষার বিকাশে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের উন্নয়নমূলক কাজে সম্পৃক্ত থাকবে বলে জানানো হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে পার্বত্য এলাকার জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে সেনাবাহিনীর অবদান আরও একবার প্রমাণিত হয়েছে।

ঘটনাপ্রবাহ: আলীকদম, বান্দরবান
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Notice: Trying to access array offset on value of type bool in /home/parbatta/public_html/wp-content/themes/artheme/ar_framework/functions_custom.php on line 255

Notice: Trying to access array offset on value of type bool in /home/parbatta/public_html/wp-content/themes/artheme/ar_framework/functions_custom.php on line 255
আরও পড়ুন