parbattanews

আলীকদমে সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

বান্দরবানের আলীকদমে সেনা জোন (৩১ বীর) কর্তৃক পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার লক্ষ্যে উপজাতি ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।

শনিবার (২০ মে) সকাল সাড়ে ১০টা থেকে বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত আলীকদম মুরং কমপ্লেক্সের বিভিন্ন ছাত্র ছাত্রীদের মাঝে ক্যাপ্টেন ডা. নুরুজ্জামান তূর্য’র নেতৃত্বে বিনামূল্যে এ মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়।

এতে ৮০ জন ছাত্র, ৫০ জন ছাত্রীসহ সর্বমোট ১৩০ জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্রী প্রদান করা হয়।

সেনাবাহিনী জানায়, আলীকদম সেনা জোনের পক্ষ থেকে অসহায়দের মাঝে মেডিকেল সহায়তা প্রদান ও মানবিক কাজ চলমান আছে এবং ভবিষ্যতেও থাকবে ।

নিউজটি ভিডিওতে দেখুন:

Exit mobile version