আলীকদমে সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা-কর্মচারীর করোনা পজেটিভ


বান্দরবানের আলীকদমে সোনালী ব্যাংকের ৫জন কর্মকর্তা-কর্মচারীর করোনা শনাক্ত হয়েছে।
শনিবার (২০ জুন) সন্ধ্যায় তাদের রিপোর্ট হাতে আসে। এ ব্যাপারে সত্যতা স্বীকার করেছেন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মাহতাব উদ্দিন চৌধুরী।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত ১৮ জুন ১১ জনের নমুনা সংগ্রহ করা হয়। এরমধ্যে শনিবার (২০ জুন) ৫ জনের নমুনা পরিক্ষার রিপোর্ট পজেটিভ আসে। আক্রান্তরা প্রাথমিকভাবে হোম আইসোলেশনে রয়েছে বলে তিনি জানান।
উল্লেখ্য, গত ১৮ মে প্রদীপ ত্রিপুরা নামের একজনের করোনা পজেটিভ এসেছিল। তিনি ঢাকা থেকে আলীকদম এসেছিলেন। পরে আলীকদম স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে তিনি সুস্থ হন।
ঘটনাপ্রবাহ: আলীকদমে, করোনা, পজেটিভ
Facebook Comment