parbattanews

আলীকদমে হেলাল হত্যাকাণ্ডে জড়িত ৬ আসামির ম্যাজিস্ট্রেট আদালতে জবানবন্দি

আলীকদম প্রতিনিধি:

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নের ইন্দুরমুখে গরু ব্যবসায়ী হেলাল হত্যাকাণ্ডে জড়িত ছয় আসামি খুনের দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে।

বুধবার(১৭ অক্টোবর) বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আদালতে এ জবান্দবন্দি দিয়েছে তারা।

এ ঘটনায় এজাহারভূক্ত আরো ২ জনকে বুধবার গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলা সদর থেকে প্রায় ৬০ কিলোমিটার গহীন পাহাড়ী এলাকায় সংগঠিত হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে যৌথবাহিনীর দক্ষতায় খুশী হয়েছেন স্থানীয়রা।

আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিক উল্লাহ্ জানান, গরু ব্যবসার টাকা লুটের ঘটনায় খুন হয় ব্যবসায়ী যুবক হেলাল। গত সোমবার আলীকদম জোনের নিরাপত্তাবাহিনীর সহযোগিতায় পুলিশ হেলালের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে। ঘটনাস্থলটি অতি দুর্গম। নদীপথেই দূরত্ব আনুমানিক ৬০ কিলোমিটার। তারপরও ঘটনাস্থল থেকে যৌথবাহনী লাশ খুজে পায় এবং ঘটনায় জড়িত সন্দেহে ৭ জনকে ঘটনাস্থলের আশপাশ থেকে গ্রেপ্তার করা হয়।

এরমধ্যে জিজ্ঞাসাবাদে ঘটনার সংশ্লিষ্টতা না পাওয়ায় মারান কমান্ডার নামে এক জনকে ছেড়ে দিয়ে ৬ জনকে বুধবার(১৭ অক্টোবর) বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। এ ৬ জনের প্রত্যেকেই খুনের দায় স্বীকার করে ১৬৪ ধারায় বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আদালতে জবানবন্দি দিয়েছে। অপরদিকে, এজাহারভূক্ত আরো দুইজনকে বুধবার গ্রেফতার করেছে পুলিশ। এরমধ্যে দুলাল নামে এক আসামিকে বৃহস্পতিবার(১৮ অক্টোবর) বান্দরবান সদরে ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়।

গত ১৫ অক্টোবর নিহতের বড় ভাই মো. ইলিয়াছ এ ঘটনায় ৯ জনকে আসামি করে থানায় এজাহার দায়ের করেন। এজাহারে প্রকাশ, খুন হওয়া মো. হেলাল কিছুদিন আগে একটি গরু কেনার জন্য আসামি মেনছুক ম্রো, মাংইন ম্রো ও দুলালের সাথে পোয়ামুহুরী এলাকায় যায়। সেখানে গরুর দাম নির্ধারণে তাদের মধ্যে মনোমালিন্য হয়। পরে হেলাল টাকা নিয়ে এসে গরু কিনবে বলে চলে আসে।

গত ১ অক্টোবর হেলাল গরু কেনা টাকা নিয়ে আলীকদমের নয়াপাড়াস্থ তার বাড়ি থেকে পোয়ামুহুরী বাজারে যায়। খুনীদের মধ্যে মেনছুক ম্রো গরু কেনার কথা বলে হেলালকে গত ৬ অক্টোবর ইন্দুরমুখে নিয়ে যায়। ওইদিন সকাল ৯টার থেকে যেকোনো সময়েই হেলাল হত্যার শিকার হয়।

এজাহারে প্রকাশ, হত্যাকাণ্ডের সময় আসামি রাংফাং ম্রোর ধারালো অস্ত্রের কোপে হেলালের লিঙ্গসহ অণ্ডকোষ কেটে যায়। এরপর আসামি লুহোব ম্রো, মেনতা ম্রো, কংপং ম্রো, মাংরাং ম্রো, মাংঅং ম্রো সহ অজ্ঞাতনামা ৭/৮ জন হেলালকে গলাকেটে ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে খুন করে তার ব্যাগে থাকা ৩০ হাজার টাকা লুট করে।

খুনীদের মধ্যে রাংফাং ম্রো এখনো পলাতক রয়েছে। তবে এজাহারভূক্ত ৮ জন গ্রেপ্তার হয়েছে। এরমধ্যে ৬ জন হত্যার দায় স্বীকার করেছে। অভিযুক্ত ৯ আসামির মধ্যে গ্রেপ্তার হয়েছে- মেনচুক ম্রো(১৮),  মাংইন ম্রো(২৬), লোহব ম্রো(৪৫), মেনতা ম্রো(২৪), কংপং ম্রো(৪০), মাংরো ম্রো(২৫), মাংঅং ম্রো(২২) ও দুলাল কান্তি দাশ (৪৫)। এরমধ্যে ১নম্বর আসামি রাংফাং ম্রো এখনো পলাতক রয়েছে। গ্রেপ্তার হওয়া লোহব ম্রো বিলুপ্ত হওয়া ন্যাশনাল ডেমোক্রেসি পার্টি (এমএনপি’র) একাংশের প্রধান।

লামা প্রেসক্লাব সেক্রেটারী মো. কামরুজ্জামান বলেন, হেলাল হত্যাকাণ্ড হয়েছে অতিদুর্গম এলাকায়। তারপরও যৌথবাহিনী লাশ উদ্ধারসহ খুনের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে সাফল্য দেখিয়েছে। লাশ উদ্ধার পরবর্তী পাহাড়ি-বাঙ্গালীর সহাবস্থান নিশ্চিত করেছে প্রশাসন। আলীকদম জোন কমান্ডার ও থানার ওসি রফিক উল্লাহ’র বিচক্ষণতায় তা সম্ভব হয়েছে বলে স্থানীয়রা মনে করছেন।

Exit mobile version