parbattanews

আলীকদম উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আলীকদম প্রতিনিধি:
বুধবার (২৮ ফেব্রুয়ারি) আলীকদম উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলন উদ্বোধন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ক্য শৈ হ্লা। এতে বিশেষ অতিথি বান্দরবান জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রহিম চৌধুরী ও প্রধান বক্তা হিসেবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইসলাম বেবী উপস্থিত ছিলেন।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও ৩০০নং বান্দরবান আসনের সংসদ সদস্য বীর বাহাদুর (উশৈসিং) এমপি’র উপস্থিত থাকার কথা থাকলেও তার মায়ের অসুস্থতাজনিত কারণে উপস্থিত হতে পারেননি।
সম্মেলনে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লক্ষ্মীপদ দাশ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ক্যাসাপ্রু ও মোজাম্মেল হক বাহাদুর, লামা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইসমাইল, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য মোস্তফা জামান, আলীকদম উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মোজাম্মেল হক ও জেলা ছাত্রলীগের সভাপতি কাউসার সোহাগ প্রমুখ।

এতে সভাপতিত্ব করেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মো. কামরুল হাসান টিপু।
পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশ-জাতি মধ্যম আয়ের দেশে পরিণত হচ্ছে। বীর বাহাদুর এমপির প্রচেষ্টায় পাহাড়ের তৃণমূল পর্যায়ে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউন্সিলরদের ভোটগ্রহণ চলছিল।

Exit mobile version