parbattanews

আলীকদম ওসি’র প্রত্যাহার চেয়ে সিইসি’র কাছে অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, বান্দরবান:

বান্দরবানের আলীকদম থানার ওসি রফিক উল্লাহর বিরুদ্ধে উপজেলা নির্বাচনে পক্ষপাতিত্ব ও কর্মী সমর্থকদের ভয়ভীতি দেখানোর অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রাথী মো. আবুল কালাম।

গত বৃহস্পতিবার (৭মার্চ) প্রধান নির্বাচন কমিশনার বরাবর লিখিতভাবে এই অভিযোগ করেন এই প্রার্থী। অভিযোগে তিনি অভিযুক্ত ওসিকে তাৎক্ষনিক বদলি বা প্রত্যাহারের দাবি জানান।

অভিযোগে মো. আবুল কালাম বলেন- স্বয়ং ওসি রফিক উল্লাহ ক্ষমতাসীন দলের প্রার্থী জামাল উদ্দিনের পক্ষ নিয়ে সমর্থকদের মামলা মোকদ্দমার হুমকি ও প্রচারনায় যেতে বাধা দিচ্ছেন এবং ওসি নিজে বিভিন্ন এলাকায় গিয়ে ভোটারদের কেন্দ্রে না যাওয়ার জন্য নিরুৎসাহিত করছেন।

স্বতন্ত্র এই প্রার্থী আশঙ্কা করছেন- ওসি রফিক উল্লাহ প্রত্যাহার না হলে তার নেতৃত্বে নির্বাচনে কারচুপি, গভীর রাতে ব্যালেট পেপারে সিল মারা ও কেন্দ্র দখলের সম্ভাবনা দেখছেন। এজন্য তাকে প্রত্যাহার করে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার জন্য সিইসির কাছে আবেদন জানান মো. আবুল কালাম।

Exit mobile version