আলীকদম কৃষক লীগের সভাপতি মংচিং ও সম্পাদক নাজিম উদ্দীন

“সুখী কৃষক, সুখী দেশ; শেখ হাসিনার বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ কৃষক লীগ আলীকদম উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ জুন) বিকেল ৪টায় আলীকদম পানবাজার টাউন হল মিলনায়তনে ত্রি-বার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলন প্রস্তুুতি কমিটির আহ্বায়ক মংচিং থোয়াই মার্মার সভাপতিত্বে ও ত্রি-বার্ষিক সম্মেলন প্রস্তুুতি কমিটির সদস্য সচিব নাজিম উদ্দীন মাহমুদ এনামুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভা. প্রা.) লক্ষ্মীপদ দাশ।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জনাব প্রজ্ঞাসার বড়ুয়া পাপন সভাপতি বাংলাদেশ কৃষক লীগ বান্দরবান জেলা শাখা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. রেজাউল করিম রেজা দপ্তর সম্পাদক, বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ, মো. সেলিম রেজা সাধারণ সম্পাদক বাংলাদেশ কৃষক লীগ, বান্দরবান জেলা শাখা কাউন্সিলর বান্দরবান পৌরসভা, মো. মোজাম্মেল হক বাহাদুর, সদস্য, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ যুগ্ম সাধারণ সম্পাদক, বান্দরবান জেলা আওয়ামী লীগ, মো. জামাল উদ্দিন এমএ সভাপতি আলীকদম উপজেলা আওয়ামী লীগ, দুংড়ি মং মহাজন, সহ-সভাপতি আলীকদম উপজেলা আওয়ামী লীগ ও সদস্য বান্দরবান পার্বত্য জেলা পরিষদ, অংশে থোয়াই মার্মা সাধারণ সম্পাদক আলীকদম উপজেলা আওয়ামী লীগ।
সভা শেষে নব-নির্বাচিত কমিটির নাম ঘোষণা করেন বান্দরবান জেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক লক্ষ্মীপদ দাশ। বাংলাদেশ কৃষক লীগ আলীকদম উপজেলা শাখার নব-নির্বাচিত কমিটির সভাপতি পদে মংচিং থোয়াই মার্মা ও সাধারণ সম্পাদক পদে নাজিম উদ্দীন মাহমুদ এনামুলের নাম ঘোষণা করা হয়।
নিউজটি ভিডিওতে দেখুন: