parbattanews

আলীকদম পাবলিক স্কুল নির্মাণে জমির মালিকদের চেক হস্তান্তর

আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :

বান্দরবানের আলীকদম পাবলিক স্কুল নির্মাণের লক্ষে ক্রয়কৃত জমির চেক হস্তান্তর অনুষ্ঠান আজ সোমবার জোন সদরে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আলীকদম জোন কমাণ্ডার লেঃ কর্ণেল মোঃ আলমগীর কবীরের সভাপতিত্বে আয়োজিত এক সভায় প্রধান অতিথি ছিলেন ৬৫ ব্রিগেডের ভারপ্রাপ্ত কমাণ্ডার কর্ণেল জায়েদ হাসান। অনুষ্ঠানে ৩ বেঙ্গলের সিও লেঃ কর্ণেল শরিফুল ইসলাম, আলীকদম জোনের জেডএসও মেজর কামরুল হাসান খান সুমন, উপজেলা নির্বাহী অফিসার মোতাকাব্বীর আহমেদসহ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আলীকদম পাবলিক স্কুল নির্মাণের লক্ষে সম্প্রতি উপজেলা সদরে ১১ জন মালিকের নিকট হতে ৫ একর ৯০ শতক জমি ২ কোটি ২৭ লক্ষ ৫৮ হাজার ৭৫০ টাকায় ক্রয় করা হয়। এসব টাকা থেকে প্রথম পর্যায়ে জমির মালিকদের ৫০ হাজার টাকা হারে প্রদান করার পর সোমবার অবশিষ্ট টাকার চেক প্রদান করা হয়। চেক হস্তান্তরের মধ্য দিয়ে জমির সমুদয় মূল্য মালিকদের নিকট পরিশোধ করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ৬৫ ব্রিগেডের ভারপ্রাপ্ত কমাণ্ডার কর্ণেল জায়েদ হাসান বলেন, আলীকদমে পাবলিক স্কুল নির্মাণের মধ্যে দিয়ে এতদাঞ্চলের শিক্ষার সুদুরপ্রসারী দিগন্ত উন্মোচিত হবে। সেনাবাহিনীর নিয়ন্ত্রিত পাবলিক স্কুলে শিক্ষার মান সারা দেশে স্বীকৃত।

Exit mobile version