parbattanews

আলীকদম সেনা জোনের উদ্যোগে লামায় আসছে বিশেষজ্ঞ মেডিকেল টিম

আলীকদম সেনা জোনের তত্ত্বাবধানে শনিবার (২ এপ্রিল) উচ্চ পর্যায়ের একটি মেডিকেল টিম বিনামূল্যে স্বাস্থ্য সেবা দেবেন লামা ও আলীকদম উপজেলার দুস্থ জনসাধারণকে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, লামা বালিকা উচ্চ বিদ্যালয়ে ফ্রি এই মেডিকেল টিম চিকিৎসা সেবা দেবেন।

শনিবার (২ এপ্রিল) সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ঢাকা থেকে আগত বিশেষজ্ঞ ডাক্তারগণ এই চিকিৎসা সেবায় অংশ নেবে।

জানা যায়, আলীকদম সেনা জোন স্থানীয় দুস্থ জনসাধারণের মাঝে চিকিৎসা সেবা পৌঁছে দিতে এ উদ্যোগ নিয়েছেন। বিশেষজ্ঞ ডাক্তাররা যে সমস্ত রোগী দেখবেন তা হলো- চোখের সমস্যা, নাক, কান, গলা, হৃদরোগ ও বক্ষব্যাধী, লিভার, কিডনি, চর্ম ও যৌন রোগ, শিশু বিভাগ, প্রসূতি ধাত্রীবিদ্যা ও স্ত্রীরোগ, নিউরোমেডিসিন, পেইন ক্লিনিক বাত ব্যথা ও ফিজিক্যাল মেডিসিন প্রভৃতি।

এছাড়াও যে সমস্ত টেস্ট করা হবে তার মধ্যে রয়েছে ফিজিওথেরাপি, ডায়াবেটিস টেস্ট, ইউরিন টেস্ট ও ইসিজি আলট্রাসনোগ্রাফি।

Exit mobile version