আলুটিলায় ঝড়ে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদান

fec-image

আকস্মিক কাল বৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িছেন সেনাবাহিনী ও জেলা প্রশাসন। সেনাবাহিনী ক্ষতিগ্রস্ত স্কুল মেরামতের জন্য ঢেউটিন ক্ষতিগ্রস্ত ৪৬ পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ আমান হাসান।

মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোর রাতে কাল বৈশাখী ঝড় আঘাত হানে মাটিরাঙা উপজেলার আলুটিলা পুনর্বাসনপাড়া, চৌদ্দকরপাড়া ও হৃদয় মেম্বারপাড়ার ওপর । এতে ঝড়ে ৪৭টি পরিবারের ঘর ও একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ক্ষতি হয়। উড়ে যায় ঘরে চাল। নষ্ট হয়ে জিনিসপত্র। অনেকে এখনো খোলা আকাশে নিচে দিন পার করছে।

আলুটিলা পুনর্বাসনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা বেগম জানান, কালবৈশাখী ঝড়ে স্কুল ভবনের অর্ধেক অংশের চাল উড়ে গেছে। বই-খাতা, ফ্যান, সোলার প্যানেল, বোর্ডসহ আসবাব নষ্ট হয়ে গেছে।

স্থানীয় ইউপি সদস্য শান্তিময় ত্রিপুরা জানান, ঝড়ে ৪৭ টি পরিবার ও একটি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্তদের পাশে সেনাবাহিনী ও প্রশাসন দাঁড়িয়েছে।

ক্ষতিগ্রস্তদের আর্থিক সহযোগিতা দিতে তালিকা করা হয়েছে জানিয়েছেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক এবি এম ইফতেখারুল ইসলাম খন্দকার।

 

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ঝড়, বৈশাখী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন