আলেপ উদ্দিনের বিরুদ্ধে গুম হওয়া ব্যক্তির স্ত্রীকে ধর্ষণের অভিযোগ: চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, আজ ট্রাইব্যুনালে তৃতীয় আবেদন ছিল পুলিশের সাবেক এডিশনাল এসপি এবং র‍্যাবের সাবেক কোম্পানি কমান্ডার আলেপ উদ্দিনের বিরুদ্ধে। তার বিরুদ্ধে অভিযোগ সবচেয়ে মারাত্মক। তিনি অসংখ্য মানুষকে গুম ও নির্যাতনের সঙ্গে জড়িত। গুম হওয়া ব্যক্তির স্ত্রীকে ধর্ষণের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের পর সাংবাদিকদের এ কথা জানান তিনি।

তাজুল ইসলাম বলেন, ‘বৈদ্যুতিক শক দেওয়া, চোখ বেঁধে রাখা, উল্টো করে ঝুলিয়ে পেটানোর অভিযোগ রয়েছে আলেপ উদ্দিনের বিরুদ্ধে। এক আসামিকে গুম করে রাখার সময় তার স্ত্রীকে ভয় দেখিয়ে (স্বামীকে হত্যার) ধর্ষণ করে, এমন তথ্য-প্রমাণ আমাদের হাতে এসেছে।

আমরা বিষয়গুলো ট্রাইব্যুনালকে জানিয়েছি। এসব অপরাধের তদন্ত করতে সময় লাগবে। কারণ, প্রতিদিনই ভুক্তভোগীরা আমাদের কাছে নতুন নতুন অনেক অভিযোগ নিয়ে আসছেন। তদন্ত শেষ হলে তাদের বিষয়ে প্রতিবেদন দাখিল করে বিচার প্রক্রিয়া যেন শুরু করা যায়, সে জন্য আমাদের তদন্ত সংস্থা দিন-রাত কাজ করছে।’

এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে জুলাই আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক পুলিশ প্রধান এবং ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালকসহ ১০ কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Notice: Trying to access array offset on value of type bool in /home/parbatta/public_html/wp-content/themes/artheme/ar_framework/functions_custom.php on line 255
আরও পড়ুন