parbattanews

আলোকফাঁদে পানছড়ি কৃষি অধিদপ্তরের সফলতা

পানছড়ি প্রতিনিধি:

ধান ক্ষেতে ক্ষতিকর পোকার উপস্থিতি পর্যবেক্ষন ও দমনে কৃষকদের উদ্বুদ্ব করণের লক্ষে আলোকফাঁদে আসছে ব্যাপক সফলতা।

আলোকফাঁদের মাধ্যমে জমিতে যেসব ক্ষতিকর পোকার উপস্থিতি রয়েছে তা সনাক্ত করে পরবর্তীতে পোকা দমনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রতিনিয়ত হাতে কলমে বুঝিয়ে দিচ্ছে। ফলে কৃষকেরাও পাচ্ছে সফলতা।

পানছড়ির মানিক্যাপাড়া এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় সরেজমিনে দেখা যায়, আলোকফাঁদে সফলতার চিত্র। জমিনের পাশে পোকা সনাক্তকরণ লাইট জ্বালানো হয়। লাইটের নিচে রয়েছে সাবান মিশ্রিত পানি।

জমিনের পোকা ফাঁদের কাছে ছুটে এলেই সাবান মিশ্রিত পানিতে পড়ে। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলাউদ্দিন শেখ জানান, মাজরা, মাছি পোকা, পাতা মোড়ানো ও সবুজ পাতা ফড়িংয়ের মতো ক্ষতিকর পোকা সনাক্ত করা হয়েছে।

পোকা দমনে কৃষকদের কি করনীয় তা পরামর্শ দেয়া হচ্ছে। উপস্থিত কৃষক তাপস চাকমা, পরিমল চাকমা, অনুপ কান্তি চাকমা বলেন, এ পদ্ধিতেতে জমিনে ক্ষতিকর কি পোকা রয়েছে তা আগেই এখন জানতে পারি ফলে খরচ আগেও তুলনায় অনেক কম হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা অরুণাংকর চাকমা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা, জমির উদ্দিন, নয়ন্টু চাকমা, নিমাই নাথ, দিবস চাকমা, মানিক মিয়া, থৈয়াংগ মারমা, নির্বান কুমার চাকমা, সন্তোষ চাকমা, বিজয় চাকমা, শুখময় চাকমা, শুভাশীষ চাকমা।

Exit mobile version