আল্লাহ ও রাসুল (সা.) কে নিয়ে কটুক্তিকারীর শাস্তির দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ

fec-image

সামাজিক যোগাযোগ মাধ্যমে আল্লাহ ও মহানবী হযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে কটুক্তির প্রতিবাদ এবং অবমাননাকারী সুইডেন চাকমাকে গ্রেফতার ও শাস্তির দাবীতে খাগড়াছড়িতে বিক্ষোভ হয়েছে।

বুধবার (২৮ আগস্ট) সকালে খাগড়াছড়ি শহরের মুক্তমঞ্চে তাওহীদি ছাত্র জনতার ব্যানারে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। কর্মসূচিতে ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন ইসলামী সংগঠন ও ধর্মপ্রাণ মুসলিরা অংশ নেন।

বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, ছাত্র-জনতার বিপ্লব পরবর্তী শান্তিপূর্ণ অবস্থানকে প্রশ্নবিদ্ধ করতে একটি অপশক্তি ষড়যন্ত্র করছে। তার অংশ হিসেবে এমন ধর্ম অবমাননার ঘটনা ঘটেছে। বক্তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে ধর্ম অবমাননাকারীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। অন্যথায় পাহাড়-সমতল সর্বত্র কঠোর কর্মসূচি ঘোষণার হুশিঁয়ারী দেয়া হয়।

সমাবেশের আগে জেলা শহরের বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে মুক্তমঞ্চে জড়ো হয় বিক্ষোভকারীরা।

সমাবেশে বক্তব্য রাখেন খাগড়াছড়ি বায়তুশ শরফ মাদ্রাসায় অধ্যক্ষ মাওলানা আবু ওসমান, খাগড়াছড়ি কালেক্টরেট জামে মসজিদের ইমাম মাওলানা হাবিবুল্লাহ জাহাঙ্গীর, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মো. আল আমিন, ইসলামী আন্দোলন খাগড়াছড়ির সাধারণ সম্পাদক মাওলানা কাউসার আজিজী প্রমুখ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন