আল-আকসা মসজিদে আগ্রাসনের মধ্যদিয়ে প্রমাণ হয় সংঘাত বাড়াতে চাইছে ইসরাইল
ফিলিস্তিনের পবিত্র আল-আকসা মসজিদে ইহুদিবাদী ইসরাইল যে বর্বর আগ্রাসন চালিয়েছে তার কঠোর নিন্দা জানিয়ে ইসলামী প্রজাতন্ত্র ইরান বলেছে, এর মধ্যদিয়ে প্রমাণ হয় যে, দখলদার এই শক্তি মধ্যপ্রাচ্যে সংঘাত বাড়াতে চাইছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ (বুধবার) এক বিবৃতিতে বলেছে, ভুয়া ইসরাইল সরকারের কয়েকজন উগ্রবাদী মন্ত্রী এবং ইহুদিবাদী বসতি স্থাপনকারীরা আল-আকসা মসজিদে অভিযান চালিয়ে বিশ্বব্যাপী মুসলমানদের অধিকার লঙ্ঘন এবং পবিত্র এই মসজিদের চরম অপবিত্রতা ঘটিয়েছে। এছাড়া উস্কানিমূলক এই পদক্ষেপের মধ্যদিয়ে মধ্যপ্রাচ্যে ইহুদিবাদী ইসরাইল উত্তেজনা ও সংঘাত আরো বাড়িয়ে তুলতে চাইছে।
ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি সামাজিক মাধ্যম এক্স পেইজে দেয়া এক পোস্টে এসব কথা বলেছেন।
দখলদার ইসরাইলের এই বেআইনি ও বিতর্কিত কাজের জন্য বিশ্ব সম্প্রদায়কে বিশেষ করে মুসলিম বিশ্ব ও মুসলিম সরকারগুলোকে কঠোর প্রতিক্রিয়া দেখানোর আহ্বান জানিন নাসের কানয়ানি।
তিনি বলেন, ইসরাইলের বর্বর কর্মকাণ্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায় এবং সংস্থাগুলোর ব্যবস্থা নেয়ার দায়িত্ব রয়েছে।
ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, সত্যিই যদি মধ্যপ্রাচের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়ে আমেরিকা এবং পশ্চিমা বিশ্ব উদ্বিগ্ন হয়ে থাকে তাহলে দ্রুত অবৈধ ইসরাইল সরকারের মন্ত্রীদের এই ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত রাখার ব্যবস্থা করতে হবে। ইহুদি সম্প্রদায়ের একটি বিশেষ দিবস কমপক্ষে ২২০০ ইহুদিবাদী বসতি স্থাপনকারী গতকাল সকালে আল-আকসা মসজিদে জোর করে ঢুকে পড়ে। ইসরাইলের উগ্রবাদী মন্ত্রী ইতামার বেন গাভির এবং ইৎজাক ওয়াসেরলওফ এই দলে ছিলেন।