আল-আমিন ইসলামীয়া মডেল মাদ্রাসায় বার্ষিক পুরুস্কার বিতরণ

রাঙ্গামাটিতে আল-আমিন ইসলামীয়া মডেল মাদ্রাসায় বার্ষিক পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, এ মাদ্রাসার উন্নয়নের জন্য জেলা পরিষদের পক্ষ থেকে সহযোগিতা করা হবে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমাদের একটাই লক্ষ্য মানবতার সেবায় কাজ করা। মানব সেবার মধ্যে সকল মঙ্গল নিহিত আছে বলে জানান তিনি।
মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি ও ইসলামিক সেন্টারের চেয়ারম্যান মোখতার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, ইসলামিক সেন্টারের ভাইস চেয়ারম্যান আব্দুল আলিম, জেলা পরিষদের সদস্য হাবিব আজম, রাঙামাটি বিএম ইন্সটিটিউট'র অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, মুজাদ্দেদ-ই-আলফেসনী একাডেমী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল করিম এবং মাদ্রাসার অধ্যক্ষ নুরুল আলম সিদ্দিকী।
আলোচনা সভার পর বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ী শিক্ষার্থীদের মাঝে আগত অতিথিরা পুরুষ্কার বিতরণ করেন।