আল নজির ফাউন্ডেশনের উদ্যোগে কর্মহীন ২৫০ পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ
কর্মহীন খেটে খাওয়া মানুষের মাঝে করোনাভাইরাস প্রতিরোধে রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নে অবস্থিত আল নজির ফাউন্ডেশন ২৫০ পরিবারকে খাদ্যশস্য প্রদান করেন।
শনিবার (১৮ এপ্রিল) সকাল ১০টায় গর্জনিয়া বডবিলস্থ আল নজির ফাউন্ডেশন এর নিজস্ব কার্যালয়ে ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মাওলানা মাহমুদুল হাসান নিজেই উপস্থিত থেকে কর্মহীন এসব মানুষের মাঝে খাদ্যশস্য বিতরণ করেন।
তিনি বলেন, আল নজির ফাউন্ডেশন দীর্ঘ বছর যাবৎ সরকারের অনুমতি নিয়ে প্রত্যন্ত এলাকায় দলমতের উর্ধে থেকে অসহায়দের মাঝে শুধু খাদ্যশস্য বিতরণে সীমাবদ্ব নয়। বন্যাদুর্গত মানুষের পাশে ত্রাণ সামগ্রী, বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা, গরিব ছাত্র ছাত্রীদের পড়া লেখার খরচ, চিকিৎসা সেবা প্রদান, বিবাহে অসামর্থ্য দের সহযোগিতা, স্থানীয় মুক্তিযোদ্ধাদের আংশিক ভাতা প্রদানসহ নানা কর্মসূচি হাতে নিয়ে কাজ করে করে আসছে। আজ এরই অংশ হিসেব চাউল বিতরণ কার্যক্রম।
তিনি আরো বলেন, গত ২৬ শে মার্চ থেকে আজ পর্যন্ত প্রায় ৭০০ অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে খাদ্যশস্য ছাড়া ও অন্যান্য সামগ্রী ও বিতরণ করা হয়েছে।
এই দুর্যোগময় মুহুর্তে প্রত্যন্ত এলাকায় কর্মহীন মানুষেরা এসব খাদ্যশস্য পেয়ে অনেকটা স্বস্তি পেয়েছে বলে জানালেন স্থানীয় বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মো. হাসেম।
তিনি ফাউন্তেশনের প্রতিষ্ঠাতা পরিচালক তার ছোট ভাই ড. আল্লামা শাইখ মো. হারুন আজিজি আননদভীর জন্য সকলের নিকট দোয়া কামনা করেছেন। যাতে এধরেনের সাহায অব্যাহত থাকেন।
এসময় আওয়ামী লীগ নেতা তৈয়বুল্লাহ, মো. হোছনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।