parbattanews

আল নজির ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় দুঃস্থদের মাঝে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ

আর্ত মানবতার সেবায় আল নজির ফাউন্ডেশন। দীর্ঘকাল যাবত অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সেবা দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বড়বিলস্থ নিজস্ব কার্যালয়ে ৩০০ শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী হিসেবে চাউল, গরুর মাংস এবং ইফতার সামগ্রী হিসাবে চুলা, চিনি, তৈল , পিয়াজ , খেজুর সহ নানা সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার ১৩ এপ্রিল দুপুর ২টার দিকে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক ড. শেখ আল্লামা হারুন আজিজি আন নদভী নিজেই উপস্থিত থেকে এসব খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

এসময় তিনি উপস্থিত লোকজনের মাঝে বলেন, তাহার মরহুম পিতা মাওলানা নজির আহমদের আত্বার শান্তির জন্য এই ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠা লগ্ন থেকে অসহায়দের পাশে থেকে সরকারের পাশাপাশি দূর্গত এলাকায় ত্রান সামগ্রী, প্রত্যন্ত এলাকায় গভীর নলকূপ বসিয়ে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা, গরীব শিক্ষার্থীদের আর্থিক সহায়তা, বিবাহ অসমর্থদের নগদ অর্থ সহয়তা , ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ সহ নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

তিনি সকলের কাছে মহান আল্লাহর নিকট দোয়া কামনা করেন। যাতে আগামী দিনেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকে।

এসময় আরও উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক মাওলানা মাহমুদুল হাছান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গরা।

Exit mobile version