আল নাসর ক্লাব ছেড়ে যুক্টরাষ্ট্রের বোটাফোগোতে ক্লাবে যাচ্ছেন রোনােদো!

fec-image

সামনে ক্লাব বিশ্বকাপ। যুক্তরাষ্ট্রের মাটিতে ১৪ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত চলবে এই আসর। ক্লাব বিশ্বকাপে ৩২ দলের মধ্যে নাম লেখাতে পারেনি ক্রিশ্চিয়ানো রোনালদোর সৌদি ক্লাব আল নাসর।

তবে কি রোনালদো ক্লাব বিশ্বকাপে খেলবেন না? এরই মধ্যে বড় গুঞ্জন। রোনালদো সৌদি আরব ছেড়ে পাড়ি জমাতে পারেন ব্রাজিলিয়ান ক্লাব বোটাফোগোতে; যে দলটি ক্লাব বিশ্বকাপে আছে। আছে ব্রাজিলের আরও তিন ক্লাব ফ্লুমিনেস, ফ্ল্যামেনগো এবং পালমেইরাস

মার্কার প্রতিবেদনে এসেছে, রোনালদো ব্রাজিলের ক্লাব থেকে প্রস্তাব পেয়েছেন। যদিও মার্কা ব্রাজিলিয়ান ক্লাবটির নাম প্রকাশ করেনি। তবে কয়েকটি গণমাধ্যমে এসেছে বোটাফোগোর নাম।

আসলেই কি রোনালদো বোটাফোগোতে নাম লেখাচ্ছেন? দলটির কোচ রেনাটো পাইভার কৌশলে জবাব দিলেন এমন প্রশ্নের। তার কথা, ‘যদি তিনি (রোনালদো) আসেন, আমি তো তার মতো তারকাকে না বলতে পারব না। আমি আসলে কিছু জানি না। আমি শুধু প্রশ্নের উত্তরটা দিলাম। তবে সব কোচই সেরাটা চায়। রোনালদো এই বয়সেও গোলমেশিন। যে দল সুযোগের পর সুযোগ তৈরি করে, তিনি সেখানে ভালো করবেন।’

পাইভা জানালেন, রোনালদো তার ক্লাবে আসবেন কিনা এই প্রশ্নের উত্তর একমাত্র দিতে পারবেন ক্লাবের আমেরিকান মালিক জন টেক্সটর।

এদিকে আল নাসরে রোনালদোর ব্যক্তিগত পারফরম্যান্স ভালো হলেও দলগত সাফল্য হতাশাজনক। এবারের মৌসুম তারা শেষ করতে যাচ্ছে কোনো ট্রফি ছাড়াই। ক্লাব বিশ্বকাপে খেলার যোগ্যতাও অর্জন করতে পারেনি।

আগামী ৫ ফেব্রুয়ারি ৪০ বছরে পা রাখতে যাওয়া রোনালদো এখনও আল নাসরের সঙ্গে চুক্তি নবায়ন করেননি। ৩০ জুন তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা।

পাঁচবারে ব্যালন ডি’অরজয়ী তারকা ক্লাব বিশ্বকাপে খেলার জন্য অন্য কোনো ক্লাবে পাড়ি জমানোর গুঞ্জন তাই উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

 

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আল নাসর, রোনােদো
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন