parbattanews

কুতুবদিয়ায় আসন্ন ইউপি নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবার প্রত্যয়ে আলোচনা

কুতুবদিয়ায় বাংলাদেশ মানবাধিকার কমিশনের গোলটেবিলে আসন্ন ইউপি নির্বাচন অবাধ ও সুষ্ঠ হবার প্রত্যয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার (৭ মে) বিকালে কুতুবদিয়া উপজেলা শাখা আয়োজিত গোলটেবিল বৈঠকটি স্থানীয় ইলহাম কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী, সাংবাদিক, মানবাধিকার কর্মী ও সুধীজন অংশ নেন।

উপজেলা শাখার সাধারণ সম্পাদক দক্ষিণ ধুরুং ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবু আক্কাছ এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মানবাধিকার কমিশনের কক্সবাজার উত্তরজোন সভাপতি মনোয়ারুল ইসলাম চৌধুরী মুকুল। তিনি বলেন, আসন্ন ইউপি নির্বাচন প্রভাবমুক্ত, অবাধ, সুষ্ঠ নিরপেক্ষ, জনবান্ধব নির্বাচনের মাধ্যমে যোগ্যপ্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হবে।  গণতান্ত্রিক পরিবেশ গঠনের লক্ষেই তারা কাজ করে যাচ্ছেন।

বৈঠকে অন্যান্যদের মাঝে আরও বক্তব্য রাখেন লেমশীখালী ইউপিতে চেয়ারম্যান প্রার্থী এডভোকেট ফিরোজ আহমদ, সংগঠনের আলী আকবর ডেইল ইউনিয়ন সভাপতি স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্দুল লতিফ, সিনিয়র সাংবাদিক এমএ মান্নান, কক্সবাজার উত্তরজোন প্রচার সম্পাদক আনিছুর রহমান হিরু, উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ইখতিয়ার উদ্দিন বাবুল, মো. শাকিল প্রমুখ। এ ছাড়া সভায় সাংবাদিক নজরুল ইসলাম, আবুল কাশেম, শাহেদুল ইসলাম মনিরসহ গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে ইফতার আয়োজনের মধ্য দিয়ে সভাটি শেষ হয়।

Exit mobile version