আসল নাম আসলাম, সোনিকে বিয়ের জন্য ধর্মান্তরিত হয়েছিলেন মহেশ: কঙ্গনা


কঙ্গনা রানাওয়াতের সোশ্যাল মিডিয়া পোস্ট মানেই নতুন বিতর্ক। ফের একবার ‘কুইন’-এর নিশানায় ফিল্মমেকার মহেশ ভাট। ‘সড়ক ২’ পরিচালকের একটি পুরোনো ভিডিয়ো শেয়ার করে কঙ্গনা আক্রমণ শাণালেন মহেশ ভাটকে। কঙ্গনার দাবি মহেশ ভাটের আসল নাম আসলাম। কেন নিজের ‘এত সুন্দর নামটা’ গোপন রেখেছেন তিনি? কঙ্গনা এখানেই থামেননি, তিনি আরও বলেন- ‘যখন ধর্মান্তরিত হয়ে নির্দিষ্ট একটি ধর্মের প্রতিনিধি সেজে থাকাটা অন্যায়’।
তিনি আরও বলেন, ধর্মান্তরিত হওয়ার পর নির্দিষ্ট একটি ধর্মের প্রতিনিধি সেজে থাকাটা অন্যায়।
রবিবার (৪ সেপ্টেম্বর) কঙ্গনা তার ইনস্টাগ্রাম স্টোরিতে মহেশ ভাটের পুরনো একটি ভিডিও শেয়ার করেন।
ভিডিওটি শেয়ার করেই মহেশ ভাটের নাম এবং ধর্ম পরিচয় নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন কঙ্গনা।
অপর এক ভিডিওর ক্যাপশনে এ অভিনেত্রী লিখেন, আমি শুনেছি তার নাম আসলাম। তিনি দ্বিতীয় স্ত্রীকে বিয়ে করতে ইসলাম ধর্ম গ্রহণ করেন। আসলাম নামটাও খুব সুন্দর, এটা লুকানোর কী আছে?
উল্লেখ্য, মহেশ ভাটের বাবা নানাভাই ভাট ছিলেন গুজরাটি হিন্দু সম্প্রদায়ের (নগর ব্রাহ্মণ) আর মা শিরিন মোহাম্মাদ ছিলেন গুজরাটি মুসলিম পরিবারের সন্তান।