‘আসুন আলোচনায় বসি’ খালেদার উদ্দেশে হাসিনা

20130226061246_hasina-26-2

ডেস্ক নিউজ

বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আসুন আলোচনায় বসি। আপনারা যেখানেই আলোচনায় বসতে চান, আমরা সেখানেই বসতে রাজি।

তিনি আরো বলেন, যে কোনো সময়ে, যে কোনো স্থানে আলোচনা হতে পারে। আমরা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে চাই। তবে সংসদ নিরপেক্ষ জায়গা। সংসদে আসুন, সংসদেও আলোচনা হতে পারে।

বৃহস্পতিবার সকালে গণভবনে ঝালকাঠি  জেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আমরা বাংলাদেশে একটি ইতিহাস স্থাপন করেছি। নারী স্পিকার নির্বাচন করা হয়েছে। সংসদ নেতা নারী, বিরোধীদলীয় নেতা নারী, সংসদ উপনেতা নারী। ওনারা বিরোধীদলীয় উপনেতাও নারী করতে পারেন।

শেখ হাসিনা বলেন, অন্তত সংসদে আসুন, আমরা একত্রে একটি ছবি তুলতে পারি। সেটা ইতিহাস হয়ে থাকবে।

নির্বাচন প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করছে। গণতান্ত্রিক বিশ্বে যেভাবে নির্বাচন হয়, আগামী নির্বাচন সেভাবেই হবে। আমরা চাই না ২০০৭-এর মতো ঘটনা ঘটুক। নির্বাচন কমিশন নিরপেক্ষ ও স্বাধীন। হরতাল প্রত্যাহার করায় তিনি এ সময় খালেদা জিয়াকে ধন্যবাদ জানান।

আওয়ামী লীগের আমলে সব নির্বাচন নিরপেক্ষ হয়েছে দাবী করে হাসিনা বলেন, এখন নির্বাচন কমিশন স্বাধীন। বিশ্বের গণতান্ত্রিক দেশগুলোতে যেভাবে নির্বাচন হয় এখানেও আগামী নির্বাচন সেভাবেই হবে।

প্রধানমন্ত্রী খলেদা জিয়ার বক্তব্যের সমালোচনা করে বলেন, আমরা কলকারখানা বন্ধ করেছি বলে তিনি অভিযোগ করেছেন। তিনি কোথায় দাঁড়িয়ে অভিযোগ করেছেন। তিনি শ্রমিকদের পেটে লাথি মেরে সেখানে অবস্থিত আদমজী জুটমিল বন্ধ করে দিয়েছেন। খুলনার মিল কারখানাগুলো তিনি বন্ধ করে দিয়েছেন। আমরা এসে কয়েকটি চালু করেছি।

রানা প্লাজার উদ্ধার কাজ নিয়ে সমালোচনা এবং লাশ গুম করা নিয়ে খালেদা জিয়ার অভিযোগ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, উনার মুখে এটা শোভা পায় না। স্পেকট্রাম ধসের পর কত লাশ উদ্ধার হয়েছিল, তা মিডিয়াতে এসেছে। তখন আমার দেশে নিউজ হয়েছিল ২৫ লাশ উদ্ধার, মৃতের সংখ্যা তিনশর বেশি।

এদিকে বৃহস্পতিবার বিকালে রাজধানীর অফিসার্স ক্লাবে গেস্ট হাউসের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, চলমান সংকট নিরসনে প্রধানমন্ত্রী আহ্বানে বিরোধী দলের নেত্রী ইতিবাচক সাড়া দিলে সংলাপের বসতে দু-একদিনের মধ্যেই লিখিত প্রস্তাব দেয়া হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেত্রীকে সংলাপে বসার আহ্বান জানিয়েছেন। আমরা বিরোধী দলীয় নেত্রীর ইতিবাচক সাড়ার অপেক্ষায় আছি। তিনি যদি সুষ্ঠ উত্তর ও ইতিবাচক সাড়া দেন, তাহলে আমরা বিরোধী দলকে সংলাপে বসতে লিখিত প্রস্তাব দেব। এই আলোচনার মাধ্যমে নির্বাচনের সব বিষয় নিয়ে ঐক্যমত্য হবে বলেও আশা করেন সৈয়দ আশরাফ।

 

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন