রামগড়ে জামায়াতের সমাবেশে অধ্যক্ষ আমিরুজ্জামান

আসুন ভেদাভেদ ভুলে একটি সুন্দর বাংলাদেশ গড়ি

fec-image

জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য অধ্যক্ষ আমিরুজ্জামান বলেন, রক্তের বিনিময়ে স্বৈর সরকার হাসিনাকে হঠিয়ে আমাদের এই দেশটা নতুন করে আবার স্বাধীনতা পেয়েছে। এ দেশ হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খ্রীষ্টান সবার। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অর্জিত স্বাধীনতা রক্ষা করতে হলে জামায়াতের হাতকে শক্তিশালী করতে হবে। তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার সব টাকা বিদেশে পাচার করে দেশের ব্যাংকগুলোকে ধ্বংস করে দিয়ে পালিয়ে গেছে, তারা এখনো সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ করছে। তাই আসুন আমরা সবাই এক সঙ্গে মিলেমিশে সব ধরনের ভেদাভেদ ভুলে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলি।

শনিবার (২৩ নভেম্বর) বিকালে রামগড় উপজেলা জামায়াতের উদ্যোগে স্থানীয় একটি কমিউনিটি হলে অনুষ্ঠিত কর্মী ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রামগড় জামায়াতে ইসলামীর আমির মো: ফয়জুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য দেন খাগড়াছড়ি জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক সৈয়দ মো: আবদুল মোমেন, কর্মপরিষদ সদস্য মোহাম্মদ ইউসুফ, ছাত্রশিবির জেলা সভাপতি মাইন উদ্দিন, সাবেক উপজেলা আমির ডা: জামশেদ আলম, ছাত্রশিবির উপজেলা সভাপতি হাফেজ আবদুল মোমিন, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় স্কুল বিষয়ক সম্পাদক ওমর ফারুক সুজন প্রমুখ।

রামগড় উপজেলা জামায়াতের সেক্রেটারি মো: আনোয়ার হোসেন অনুষ্ঠান পরিচালনা করেন। রামগড় শহর জামায়াতের সাধারণ সম্পাদক সাহাদাত হোসেন কিরন জানান, সর্বশেষ ২০০৬ সালে রামগড়ে দলের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল। দীর্ঘ ১৮ বছর পর এবার এখানে এ সমাবেশ অনুষ্ঠিত হল।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন