ইংল্যান্ডের বিপক্ষে জয় পেয়ে ফাইনালে ভারত

fec-image

টানা দুই ম্যাচে হাফ সেঞ্চুরি, দুটিই ছিল ভীষণ গুরুত্বপূর্ণ ম্যাচ। ভারতের অধিনায়ক রোহিত শর্মা নেতৃত্ব দিচ্ছেন সামনে থেকেই। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালেও নিয়ে গেছেন দলকে। গত বছর ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে হেরেছিল ভারত।

এবার তারা হারিয়ে দিয়েছে ৬৮ রানের বড় ব্যবধানে। ১১ বছরের শিরোপা খরা ঘোঁচাতে শনিবার রাতে ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে ভারত। সেমিফাইনাল জয়ের পর রোহিত শর্মা জানিয়েছেন, নিজেদের এখনকার যাত্রা নিয়ে।

তিনি বলেন, ‘এই ম্যাচটা জেতা খুব সন্তুষ্টির। আমরা এই মঞ্চ অবধি আসতে অনেক পরিশ্রম করেছি। এই ধরনের ম্যাচ জিততে সবার কাছ থেকে দারুণ প্রচেষ্টা লেগেছে। আমার মনে হয় কন্ডিশন অনুযায়ী খুব ভালো খেলেছি। আমাদের জন্য এটা এখন অবধি সাফল্যের গল্প। খুব শান্তির আমরা যেভাবে এতদূর এসেছি।’

ইংল্যান্ডের বিপক্ষে শুরুতেই বিরাট কোহলির উইকেট হারিয়ে ফেলেছিল ভারত, ফিরেছিলেন ঋষভ পান্তও। পরে সূর্যকুমারের সঙ্গে ৭৩ রানের জুটিতে পরিস্থিতি সামাল দেন রোহিত। শেষ অবধি ৭ উইকেট হারিয়ে ১৭১ রান করে ভারত। এই রানকে যথেষ্ট মনে করেন ভারতীয় অধিনায়ক।

তিনি বলেন, ‘এক পর্যায়ে আমাদের মনে হচ্ছিল ১৪০-১৫০ রান এই ম্যাচের জন্য ভালো হবে। এরপর আমরা মিডল অর্ডারে কিছু রান পেয়ে যাই, আমার ও সূর্যের জুটি হয়। এরপর আমরা বলেছি, আরও ২৫টা রান করতে হবে। আমি আমার মাথায় লক্ষ্য ঠিক করে রেখেছি, কিন্তু কাউকে জানতে দেই না।’

‘তারা খুব সহজাত খেলোয়াড়। আমি চাই তারা গিয়ে স্বাধীনভাবে খেলুক কত রান করতে হবে এই ভাবনা ছাড়া। আমি জানি যখন আমরা কন্ডিশন বুঝতে পারবো, আমরা ভালো স্কোর পাবো। এটাই হয়, আমাদের বোলাররা ছিল দুর্দান্ত।’

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ইংল্যান্ড, টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ, ভারত
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন