ইউএনও’র আশ্বাসে ক্লাসে ফিরল নাইক্ষ্যংছড়ি কলেজের শিক্ষার্থীরা
উপজেলা নির্বাহী কর্মকর্তার আশ্বাসে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি হাজী এমএ সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগের দাবিতে করা আন্দোলন স্থগিত করে ক্লাসে ফিরে গেছে শিক্ষার্থীরা।
বুধবার (২১ আগস্ট) সকাল ৯টা থেকে শিক্ষার্থীদের ক্লাস বর্জন আন্দোলন চলতে থাকলে গণমাধ্যমকর্মীরা ছুটে যান কলেজে । আল্পক্ষণ পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক মোহাম্মদ জাকারিয়া ঘটনাস্থলে গিয়ে সবার সাথে কথা বলেন।
এ সময় তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠান সবার। সুবিধাও সকলের সমস্যা হলেও সকলের সমস্যা মনে করতে হবে। তাই এ কলেজের প্রতি সবার সদয় দৃষ্টি রাখতে হবে। বিশেষ করে ছাত্রদের কোনো কথা বা দাবি-দাওয়া থাকলে কর্তৃপক্ষ অবশ্যই ব্যবস্থা নেবে।
সুতরাং কোনো বিশৃঙ্খলা না করে সকলকে ক্লাসে ফিরে আসার আহ্বান জানালে শিক্ষার্থীরা স্ব স্ব ক্লাসে ফিরে যান।
একাদশ শ্রেণির শিক্ষার্থী ইসরাত জাহান ও ডিগ্রি ক্লাসের শিক্ষার্থী শফিকুর রহমান জানায়, একদল ছাত্র ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাফর আলম স্যারের বিরুদ্ধে অনিয়ম ও অর্থ আত্মসাথের অভিযোগ তুলে তার পদত্যাগ দাবি করে শ্লোগান দিতে থাকেন। আবার আরেক দল তা অস্বীকার করে তার পক্ষ নেন। তবে সাধারণ শিক্ষার্থীদের দাবি, তারা নিয়মিত অধ্যক্ষ চান। কলেজের ফি আদায়ে স্বচ্ছতা চান। পড়া-লেখা চান। গন্ডগোল চান না।
তারা ঊর্ধ্বমহলকে বিষয়টি আমলে নিয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবিও জানান তারা।
অপরদিকে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাফর আলম বলেন, তিনি কোনো অনিয়ম করেননি। অর্থ আত্মনাৎ করেননি। কিছু শিক্ষক কলেজের শিক্ষার্থীদের উস্কে দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন। যা সফল হবে না।