parbattanews

ইউএনও’র ফোন নাম্বার ক্লোন করে ইউপি সদস্যেদের কাছ থেকে টাকা দাবি

রাঙ্গামাটি লংগদু উপজেলার নির্বাহী কর্মকর্তার ফোন নাম্বার ক্লোন করে কয়েকজন ইউনিয়ন পরিষদের সদস্যেদের কাছ থেকে টাকা দাবি করছে একটি প্রতারকচক্র।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে লংগদু উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাইনুল আবেদীন এই অভিযোগ করেন।

তিনি জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় তার অফিসিয়াল ফোন নাম্বার ক্লোন করে উপজেলার কয়েকজন ইউনিয়ন পরিষদের সদস্যেদের কাছ থেকে টাকা দাবি করে একটি প্রতারক চক্র। এই বেআইনী এবং হীন কাজের সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে তিনি লংগদু থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

তিনি আরও জানান, এর আগে চলতি বছরের ১৫ মে তার অফিসিয়াল ফোন নাম্বার ক্লোন করে একটি প্রতারক চক্র উপজেলার একটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ল্যাপটপ দেয়ার প্রলোভন দেখিয়ে ৯ হাজার ১শত ৮০ টাকা হাতিয়ে নেয় প্রতারকেরা। তবে সেই সময়েও থানায় একটি অভিযোগ দায়ের করেন এবং এই ধরনের ফোন কল থেকে সবাইকে সাবধান থাকার জন্য তিনি অনুরোধ করেন।

এবিষয়ে লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছৈয়দ মোহাম্মদ নুর ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবেন।

Exit mobile version