ইউএনও হিসেবে পদন্নোতি পেলেন চকরিয়ার প্রাক্তন এসিল্যান্ড
কক্সবাজারের চকরিয়া উপজেলার সাবেক সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মো. ইখতিয়ার উদ্দীন আরাফাতকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে পদায়ন করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে তাকে পদন্নোতি দেওয়া হয়। এর আগে তিনি চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ছিলেন।
রবিবার (১২ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শেখ রাসেল হাসান স্বাক্ষরিত ০৫৫. ০০. ০০০. ১৩৯. ১৯. ০০১. ১৯.১৪৭ স্মারকমূলে এই তথ্য জানা গেছে।
পদন্নোতি পাওয়া খোন্দকার মো. ইখতিয়ার উদ্দীন আরাফাতকে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। শীঘ্রই তিনি নতুন কর্মস্থলে ইউএনও হিসাবে যোগদান করবেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসাবে পদায়নের পর নিজ কর্মক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করার জন্য ‘দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর- ১৮৯৮, সেকশন ১৪৪’ এর ক্ষমতা অর্পণ করা হয়েছে।