ইউপিডিএফকে অপরাজনীতি ছাড়ার আহবান নানিয়ারচর উপজেলা চেয়ারম্যানের
ইউপিডিএফ প্রসিত গ্রুপকে অপরাজনীতি ছাড়ার আহবান জানিয়েছেন নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা। মঙ্গলবার (১ অক্টোবর) সকালে নানিয়ারচর উপজেলা প্রশাসনের আয়োজনে অভ্যন্তরীন উদ্বাস্তু উপজাতীয় পরিবারদের নামীয় তালিকা যাচাই- বাছাই সংক্রান্ত এক সমন্বয় সভায় এ আহ্বান জানান তিনি।
বৈঠকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসউদ পারভেজ মজুমদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুর জামান হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, নাঃচর থানার ওসি মোঃ কবির হোসেন, ৭ ইবি জোন প্রতিনিধি মোঃ ছাদেকুল ইসলাম উপস্হিত ছিলেন।
এছাড়াও উপজেলাধীন বিভিন্ন মৌজার হেডম্যান, কার্বারী এবং ইউপি সদস্যগণ উক্ত সভায় অংশগ্রহণ করেন।
উপজেলা চেয়ারম্যান তাঁর বক্তব্যে ইউপিডিএফ (মূল) এর উদ্দেশ্যে বলেন, কার স্বার্থে নানিয়ারচর বাজার বয়কট করা হচ্ছে? এমনকি অসুস্হ পাহাড়ী রোগীদেরও উপজেলা হাসপাতালে আসতে দেয়া হচ্ছে না। তিনি ইউপিডিএফ প্রসিত গ্রুপকে অপরাজনীতি ছেড়ে জনগনের স্বার্থে কাজ করার আহবান জানান।