parbattanews

খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধে ইউপিডিএফ’র হামলায় তিন পুলিশ সদস্য আহত

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:

পুলিশের সাথে সংঘর্ষ, পুলিশের শর্টগানের গুলি ও চোরাগোপ্তা হামলাসহ বিচ্ছিন্ন  ঘটনার মধ্য দিয়ে খাগড়াছড়িতে ইউপিডিএফ’র ডাকে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে। এ সময় এএসই আবুল হোসেনসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় নেতা মিঠুন চাকমার হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে সংগঠনটি এ অবরোধে ডাক দেয়।

অবরোধ চলাকালে সকাল ১০টার দিকে চেঙ্গী ব্রিজ এলাকায় পুলিশ ও পিকেটারদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ তিন রাউন্ড শর্টগানের গুলি ছুড়ে পিকেটারদের ছত্রভঙ্গ করে দেয়।

এ সময় পিকেটারদের গুলতির আঘাতে এএসই আবুল হোসেনসহ তিন পুলিশ সদস্য আহত হয়। সকাল থেকে পিকেটাররা খাগড়াছড়ি-পানছড়ি সড়কে বিভিন্ন স্থানে রাস্তার উপর গাছ কেটে ফেলে সড়ক অবরোধ করে রেখেছে। এছাড়া জেলার বিভিন্ন স্থানে পর্যটকবাহী গাড়ির উপর পিকেটাররা ঢিল ছোড়ার ঘটনা ঘটে।

অবরোধের কারণে আভ্যন্তরীন ও দুর পাল্লা সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।  আকস্মিক সড়ক অবরোধের কারণে বেকায়দায় পড়েছে শত শত পর্যটক। অপ্রীতিকর ঘটনার শঙ্কায় নিরাপত্তা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক মোহাম্মদ আব্দুল হান্নান জানান, পিকেটাররা পাহাড়ের উপর খেকে চোরাগোপ্ত হামলা চালাছে।

প্রসঙ্গত, গত ৩ জানুয়ারি দুপুরে খাগড়াছড়ি শহরের স্লুইস গেইট এলাকায় সন্ত্রাসীদের গুলিতে পাহাড়ি আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট’র  (ইউপিডিএফ) কেন্দ্রীয় নেতা মিঠুন চাকমা নিহত হয়েছে। ইউপিডিএফ এ হত্যাকাণ্ডের জন্য ইউপিডিএফ গণতান্ত্রিককে দায়ী করে আসছে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক আব্দুল হান্নান জানান, এখনো থানায় মামলা করেনি।

উল্লেখ, প্রতিষ্ঠার দীর্ঘ ১৯ বছর পর গেল বছরের ১৫ নভেম্বর পার্বত্য চট্টগ্রামের প্রভাবশালী পাহাড়ি আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ ভেঙ্গে ইউপিডিএফ গণতান্ত্রিক নামে আরো একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। বিভক্তির পর সংগঠনটির কোন নেতাকর্মী প্রথম হত্যাকাণ্ডের শিকার হলেন।

Exit mobile version