ইউপিডিএফের গুলিতে নিহত ৩পাহাড়ি হত্যার বিচারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ সমাবেশ

fec-image

ইউপিডিএফের সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে নিহত তিনজন সাধারণ পাহাড়ি যুবক হত্যার সুবিচারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)।

বুধবার (২৯ অক্টোবর)  সকালে জেলা শহরের বনরূপা এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, মিথ্যা ধর্ষণের ইস্যুতে গত ২৭ সেপ্টেম্বর খাগড়াছড়ি পৌরসভা এলাকায় সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির ব্যর্থ হবার পর সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ গত ২৮ সেপ্টেম্বর সকাল থেকে খাগড়াছড়ির গুইমারা উপজেলার রামসু বাজার এলাকায় ১৪৪ ধারা ভঙ্গ করে সাধারণ জনগণকে উস্কে দিয়ে রাস্তা অবরোধ করে গুইমারা-খাগড়াছড়ি রাস্তা সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়।

ঐ দিন সকালে ইউপিডিএফের সশস্ত্র সন্ত্রাসীদের সাথে বাঙালি জনগোষ্ঠীর সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এই পর্যায়ে সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সেনাবাহিনীর উপর হামলা চালায়। এতে সেনাবাহিনীর তিনজন অফিসারসহ ১০ জন সদস্য আহত হয়েছিলো।

একই দিন তারা রামগড় উপজেলায় বিজিবির গাড়ি ভাঙচুর করে এবং বিজিবি সদস্যদের আহত করে। সংঘর্ষ চলাকালীন ওইদিন রামসু বাজারের পশ্চিম দিকে অবস্থিত উঁচু পাহাড় থেকে ইউপিডিএফ (মূল) সশস্ত্র দলের সদস্যরা সংঘর্ষে লিপ্ত পাহাড়ি, বাঙালি এবং সেনাসদস্যদের লক্ষ্য করে গুলিবর্ষণ করলে রামসু বাজারে বিক্ষোভরত তিনজন সাধারণ পাহাড়ি যুবক মারা যায়। গোপন হত্যার উদ্দেশ্য ছিলো পুরো পার্বত্য চট্টগ্রামকে উত্তপ্ত করে সহিংসতা ছড়িয়ে দিয়ে সেনাবাহিনী ও সরকারকে দেশে বিদেশে প্রশ্নবিদ্ধ করে তাদের রাজনৈতিক ফায়দা নেওয়া।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, বিগত ১৯ থেকে ২৮ সেপ্টেম্বর খাগড়াছড়ি এবং গুইমারা এলাকায় বিভিন্ন ঘটনাকে পুঁজি করে পার্বত্য অঞ্চলকে ইউপিডিএফ কর্তৃক অস্থিতিশীল এবং সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির বিষয়টি ছিলো একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ। রামসু বাজারে  নিহত তিন পাহাড়ি হত্যায় জড়িত সকল ইউপিডিএফ সশস্ত্র সন্ত্রাসীদের আইনের আওতায় আনা না হলে পিসিসিপি আরো কঠোর কর্মসূচি পালন করবে।

সমাবেশে পিসিসিপি রাঙামাটি জেলার সভাপতি তাজুল ইসলাম তাজ এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক পারভেজ মোশাররফ হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন পিসিএনপি’র রাঙামাটি জেলা সহ-সভাপতি কাজী জালোয়া, সংগঠনটির স্থায়ী কমিটির সদস্য এ্যাডভোকেট পারভেজ তালুকদার, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, যুব পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি নূর হোসেন, পিসিসিপি রাঙামাটি জেলা সাধারণ  সম্পাদক মো: আলমগীর হোসেন, সহ-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম প্রমুখ।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ইউপিডিএফ, রাঙামাটি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন