ইউপিডিএফের নিহত তিন কর্মীর মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর
প্রতিপক্ষের গুলিতে নিহত ইউপিডিএফের তিন কর্মীর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। খাগড়াছড়ি সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর)
দুপুর ১টার দিকে স্বজনদের নিকট নিহতদের মরদেহ বুঝিয়ে দেয়া হয়।
এ সময় স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠে।
এ ব্যাপারে নিহত মন্যা চাকমা সিজনের সহধর্মিনী লীলা মোহন কার্বারী পাড়ার টুপি চাকমা বাদী হয়ে অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করে পানছড়ি থানায় একটি মামলা দায়ের করেন। পূর্ব শত্রুতার জের ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মন্যা চাকমা সিজন, পরান্টু চাকমা জয়েন ও খরকসেন ত্রিপুরা শাসনকে গুলি করে হত্যা করে বলে এজাহারে উল্লেখ করেন।
পানছড়ি থানার ওসি মো. জসীম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য গতকাল বুধবার (৩০ অক্টোবর) সকাল দশ’টার দিকে উপজেলার ৪নং লতিবান ইউপির শান্তিরঞ্জন পাড়ায় প্রতিপক্ষের গুলিতে তিনজন নিহত হয়। প্রতিবাদে
বৃহস্পতিবার জেলায় সকাল-সন্ধা সড়ক অবরোধের ঘোষণা দেয় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।