parbattanews

ইউপিডিএফের নেতা হত্যা, এজাহার নামীয় ১৪ আসামিসহ অজ্ঞাতনামা ৩০ জনের বিরুদ্ধে মামলা

রাঙ্গামাটি প্রতিনিধি:

রাঙ্গামাটি সদর উপজেলার বন্দুকভাঙ্গা ইউনিয়নের ধামাইছড়া এলাকায় সন্ত্রাসীদের গুলিতে অনল বিকাশ চাকমা ওরফে প্রুটোর নামে ইউপিডিএফের এক সংগঠক নিহত হওয়ার ঘটনায় এজাহার নামীয় ১৪ আসামিসহ অজ্ঞাতনামা ৩০জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় কোতয়ালী থানায়।

গতকাল (রবিবার) সন্ধ্যায় নিহতের ভাই তীর্থ কুমার চাকমা এই মামলা দায়ের করেন।

এবিষয়ে রাঙ্গামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সত্যজিৎ বড়–য়া জানান, থানায় এজাহার নামীয় ১৪জন আসামিসহ অজ্ঞাতনামা ৩০জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তবে এখনো পর্যন্ত কাউকে আটক করা হয়নি। আটক করার চেষ্টা চলছে বলেও তিনি জানান।

উল্লেখ্য গত ১৫ ডিসেম্বর শুক্রবার রাতের দিকে ইউপিডিএফের বন্দুকভাঙ্গা ইউনিয়ন শাখার সংগঠক অনল বিকাশ চাকমা ওরফে প্রুটোকে সন্ত্রাসীরা হত্যা করেছে। এ ঘটনার প্রতিবাদে রাঙ্গামাটিতে সড়ক ও নৌপথে আধাবেলা অবরোধ ডাক দিয়েছেন ইউপিডিএফের নেতাকর্মীরা।

Exit mobile version